ইউক্রেনের পারমাণবিক স্থাপনাগুলোর সুরক্ষায় আইএইএ’কে সমর্থন করে চীন
2024-07-12 19:12:58

জুলাই ১২: জাতিসংঘে চীনের স্থায়ী প্রতিনিধি ফু ছোং গতকাল (বৃহস্পতিবার) বলেছেন, ইউক্রেনের পারমাণবিক স্থাপনাগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) উত্থাপিত প্রস্তাবকে সমর্থন করে চীন। দেশটির পরমাণু স্থাপনার নিরাপত্তা সুরক্ষার জন্য অব্যাহতভাবে গঠনমূলক ভূমিকা পালন করতে আইএইএ’কে সমর্থন দেবে বেইজিং। ইউক্রেনের পারমাণবিক স্থাপনাগুলোর সুরক্ষার বিষয়ে জাতিসংঘ সাধারণ পরিষদের একটি প্রস্তাবে ভোট দেওয়ার পর ফু ছোং তাঁর বক্তব্যে এ সব কথা বলেন।

তিনি আরো বলেন, ইউক্রেন সংকটের দু’বছর পার হয়েছে, এবং টানা সংঘর্ষের ফলে বিপুল নিরীহ, বেসামরিক লোক হতাহত ও ব্যাপক অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। শুধু তাই নয়, সংঘর্ষ ইউক্রেনের পরমাণু স্থাপনার নিরাপত্তায়ও বিশাল হুমকি সৃষ্টি করেছে।

চীন পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মতো শান্তিপূর্ণ পারমাণবিক স্থাপনায় সশস্ত্র হামলার বিরোধিতা করে এবং সংশ্লিষ্ট সকল পক্ষকে শান্ত থাকতে ও সংযম বজায় রাখা এবং মানবতার চেতনা, বৈজ্ঞানিক যৌক্তিকতা, যোগাযোগ ও সহযোগিতার উপর জোর দেওয়া এবং পারমাণবিক নিরাপত্তা সংক্রান্ত কনভেনশন কঠোরভাবে মেনে চলার আহ্বান জানায়।

চীনা প্রতিনিধি বলেন, যে কোন দ্বন্দ্বের শেষ স্থান হল আলোচনার টেবিল। যুদ্ধবিরতিতে পৌঁছা, যত দ্রুত সম্ভব যুদ্ধ শেষ করা এবং একটি রাজনৈতিক সমাধান খোঁজা সকল পক্ষের স্বার্থের সঙ্গে সামাঞ্জস্যপূর্ণ বলেও মন্তব্য করেন ফু ছোং।

(লিলি/হাশিম/স্বর্ণা)