‘গাজায় যুদ্ধবিরতি হলে অস্ত্র গুটিয়ে নেবে হিজবুল্লাহ্’
2024-07-11 11:07:39

জুলাই ১১: গতকাল (বুধবার) লেবাননের হিজবুল্লাহের নেতা হাসান নাসরুল্লাহ বলেছেন, গাজায় যুদ্ধবিরতি হলে, তাঁর সংগঠনও ইসরায়েলের বিরুদ্ধে চলমান যুদ্ধের অবসান ঘটাবে।

এক টেলিভিশন ভাষণে নাসরুল্লাহ্ বলেন, হামাস ফিলিস্তিনের বিভিন্ন গ্রুপের পক্ষ থেকে ইসরায়েলের সাথে আলোচনায় বসেছে। এ ক্ষেত্রে হামাসের যে-কোনো সিদ্ধান্তকে  সমর্থন দেবে হিজবুল্লাহ্।

এদিকে, গত ৭ জুলাই ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট জানান, হামাসের সাথে যুদ্ধবিরতি হলেও, হিজবুল্লাহ্‌র বিরুদ্ধে যুদ্ধ অব্যাহত থাকবে। এ সম্পর্কে নাসরুল্লাহ্ বলেন, সবচেয়ে খারাপ অবস্থার জন্য যথাযথ প্রস্তুতি নিতে হবে। (সুবর্ণা/আলিম/প্রেমা)