‘চায়না স্কাই আই’র প্রধান বিজ্ঞানী লি তি’র মার্সেল গ্রসম্যান পুরস্কার লাভ
2024-07-10 18:49:34

জুলাই ১০: ‘চায়না স্কাই আই’র প্রধান বিজ্ঞানী লি তি ব্যক্তিগত গবেষণার জন্য মার্সেল গ্রসম্যান পুরস্কারে ভূষিত হয়েছেন। তিনিই প্রথম বিজ্ঞানী, যিনি চীনে একাডেমিক কৃতিত্বের জন্য এ পুরস্কার পেলেন।

১৭তম মার্সেল গ্রসম্যান সম্মেলন ৭ থেকে ১২ জুলাই পর্যন্ত পূর্ব ইতালির পেসকারা শহরে অনুষ্ঠিত হচ্ছে। মঙ্গলবার সম্মেলনটি সবচেয়ে সংবেদনশীল রেডিও টেলিস্কোপ প্রকল্পে নেতৃত্বে অগ্রণী ভূমিকার স্বীকৃতিস্বরূপ লি তিকে মার্সেল গ্রসম্যান পুরস্কার প্রদান করে।

৫০০-মিটার অ্যাপারচার স্ফেরিক্যাল রেডিও টেলিস্কোপ বা ফাস্ট, যা ‘চায়না স্কাই আই’ নামে পরিচিত। এটি কুইচৌ প্রদেশের পিংথাং জেলায় অবস্থিত।

সিনহুয়া বার্তা সংস্থার কাছে দেওয়া এক সাক্ষাৎকারে লি তি বলেন যে, এই পুরস্কার পাওয়া এবং সম্মেলনে বিশ্বব্যাপী সহকর্মীদের সাথে বৈজ্ঞানিক গবেষণার ফলাফল বিনিময় করা খুবই সম্মানের। চীন-ইইউ জ্যোতির্বিদ্যা গবেষণা সহযোগিতার বিষয়ে তিনি বলেন, মানুষ একই আকাশ ভাগ করে এবং জ্যোতির্বিদ্যার আন্তর্জাতিক উন্মুক্তকরণ অনিবার্য। চীন-ইইউ সহযোগিতা জোরদার করা, বিশেষ করে উভয়পক্ষের জ্যোতির্বিদ্যা সংক্রান্ত তথ্যের অবাধ আদান-প্রদান অন্বেষণের সীমান্তকে ব্যাপকভাবে উন্নীত করতে পারে।

(লিলি/হাশিম/স্বর্ণা)