মঙ্গোলিয়ায় কোয়ালিশন সরকারের শপথ
2024-07-10 16:22:09

জুলাই ১০: মঙ্গোলিয়ার নতুন কোয়ালিশন সরকার আজ (বুধবার) জাতীয় প্রাসাদে শপথ গ্রহণ করেছে। এর আগে, মঙ্গোলিয়ার স্টেট গ্রেট হুরাল (সংসদ) ৯ ও ১০ জুলাই প্রথম পূর্ণাঙ্গ অধিবেশন করে। এতে প্রধানমন্ত্রী ওয়ুন এরডেনের দাখিল করা ‘সরকারের কাঠামো ও গঠন সংক্রান্ত খসড়া আইন’ অনুমোদন দেওয়া হয়।

কোয়ালিশন সরকারে একজন প্রথম উপ-প্রধানমন্ত্রী, দু’জন উপ-প্রধানমন্ত্রী এবং ২২ জন মন্ত্রী রয়েছেন।

২৮ জুন মঙ্গোলিয়া স্টেট গ্রেট হুরাল নির্বাচন অনুষ্ঠিত হয়, ক্ষমতাসীন মঙ্গোলিয়ান পিপলস পার্টি ৬৮টি আসনে জয়লাভ করে ফের সরকার গঠনের সুযোগ পায়।

মঙ্গোলিয়ার প্রধামন্ত্রী ও  মঙ্গোলিয়ান পিপলস পার্টির চেয়ারম্যান ওয়ুন এরডেন অন্য দলগুলোকে কোয়ালিশন সরকার গঠনের আমন্ত্রণ জানান। গত সোমবার, মঙ্গোলিয়ান পিপলস পার্টি, ডেমোক্রেটিক পার্টি ও মানবতাবাদী পার্টি কোয়ালিশন সরকার গঠনে সমঝোতাস্মারক স্বাক্ষর করে।

(তুহিনা/হাশিম/স্বর্ণা)