ইউরোপের আরিয়ানা-৬ রকেটের প্রথম উৎক্ষেপণ
2024-07-10 18:29:33

জুলাই ১০: ইউরোপের নতুন প্রজন্মের উচ্চ-ভারবাহী রকেট আরিয়ানা-৬ গতকাল (মঙ্গলবার) প্রথমবারের মত উৎক্ষেপণ করা হয়েছে।

আরিয়ানা-৬ রকেটটি সেদিন ফরাসি গায়নার কৌরো স্পেস সেন্টার থেকে উৎক্ষেপণ করা হয়। রকেটটি একাধিক মাইক্রোস্যাটেলাইট ও দুটি ছোট রিটার্ন ক্যাপসুল বহন করে নিয়ে গেছে।

তবে, অজানা কারণে রকেটের উপরের পর্যায়ের ইঞ্জিন বন্ধ হয়ে যায়, ফলে কিছু স্যাটেলাইট নির্দিষ্ট কক্ষপথে পাঠাতে ব্যর্থ হয়েছে এটি। তবুও, ইউরোপীয় স্পেস এজেন্সি সামাজিক যোগাযোগ প্ল্যাটফর্মে ঘোষণা করেছে যে, আরিয়ানা-৬ ‘সফলভাবে উৎক্ষেপণ করা হয়’। এর ‘দুর্ঘটনা’ শুধু মিশনের চূড়ান্ত পর্যায়কে প্রভাবিত করেছে।

(তুহিনা/হাশিম/স্বর্ণা)