এশিয়া প্যাসিফিকের স্থিতিশীলতা নষ্ট না-করতে ন্যাটোকে চীনের তাগিদ
2024-07-09 11:29:38

জুলাই ৯: এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের স্থিতিশীলতা নষ্ট না-করতে আবারও ন্যাটোকে তাগিদ দেয় চীন। ন্যাটোর সাথে জাপান, দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের সম্ভাব্য চুক্তি প্রসঙ্গে, গতকাল (সোমবার) চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন চিয়ান, নিয়মিত এক প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন।

মুখপাত্র বলেন, ন্যাটোর উচিত আঞ্চলিক প্রতিরক্ষা সংস্থা হিসেবে নিজের সীমাবদ্ধতা সম্পর্কে সচেতন থাকা ও এশিয়া প্যাসিফিকে উদ্বেগজনক পরিস্থিতি সৃষ্টির অপচেষ্টা থেকে বিরত থাকা।

লিন বলেন, ন্যাটো স্নায়ুযুদ্ধের ফসল এবং বিশ্বের বৃহত্তম সামরিক জোট। ন্যাটো নিজেকে আঞ্চলিক প্রতিরক্ষা সংস্থা হিসেবে পরিচয় দেয়। অথচ, এর পূর্বমুখী সম্প্রসারণ বন্ধ হয়নি।

মুখপাত্র আরও বলেন, ন্যাটো বিশ্বের শান্তি ও স্থিতিশীলতা নষ্টের সত্যিকারের উত্স। ন্যাটোর উচিত স্নায়ুযুদ্ধের মানসিকতা পরিত্যাগ করা এবং ইউরোপকে ধ্বংস করার পর এশিয়া প্যাসিফিককে ধ্বংস করার পায়তারা না-করা। (প্রেমা/আলিম/ছাই)