সপ্তম আন্তঃপ্রণালী যুব উন্নয়ন ফোরাম হ্যাংচৌতে অনুষ্ঠিত
2024-07-09 19:54:08

জুলাই ৯: সপ্তম আন্তঃপ্রণালী যুব উন্নয়ন ফোরাম আজ মঙ্গলবার বিকেলে হ্যাংচৌতে উদ্বোধন হয়েছে। তাইওয়ান প্রণালীর উভয় প্রান্তের এক হাজারের বেশি অতিথি ও যুব প্রতিনিধি রক্তের বন্ধন এবং সমন্বিত উন্নয়ন নিয়ে আলোচনা করতে একত্রিত হয়েছেন।

চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির তাইওয়ান বিষয়ক কার্যালয় এবং স্টেট কাউন্সিলের তাইওয়ান বিষয়ক কার্যালয়ের পরিচালক সং থাও তার বক্তৃতায় বলেছেন যে, প্রেসিডেন্ট সি চিন পিং সবসময় তাইওয়ান প্রণালীর উভয়প্রান্তের যুবকদের প্রতি যত্নবান হয়েছেন। তিনি তাইওয়ান প্রণালীর দুই তীরের  যুবকদের ‘ইতিহাসের দায়িত্ব ভালভাবে পালন করতে এবং জাতীয় পুনরুজ্জীবনে তারুণ্যের শক্তির অবদান রাখতে’ উত্সাহিত করেছেন। আন্তঃপ্রণালী যুব উন্নয়ন  ফোরামে প্রেসিডেন্ট সি চিন পিংয়ের অভিনন্দন পত্রের চেতনাকে আন্তরিকভাবে বাস্তবায়ন করতে এবং তাইওয়ান প্রণালীর উভয় পাশের যুবকদের বৃদ্ধি ও সাফল্যের জন্য আরও ভাল পরিস্থিতি এবং আরও সুযোগ তৈরি করা অব্যাহত রাখতে হবে।

সং থাও বলেন, তরুণরাই জাতির ভবিষ্যত, দেশের আশা এবং সময়ের অগ্রদূত। আমাদের অবশ্যই সময়ের দ্বারা অর্পিত মিশন এবং দায়িত্বগুলো কাঁধে নিতে হবে এবং চীনা জাতির মহান পুনর্জাগরণ উপলব্ধি করার জন্য প্রচেষ্টা চালাতে হবে। আমাদের অবশ্যই দৃঢ়ভাবে ‘তাইওয়ানের স্বাধীনতা’র নামে বিচ্ছিন্নতাবাদ এবং বহিরাগত হস্তক্ষেপের বিরোধিতা করতে হবে এবং তাইওয়ান প্রণালীর উভয় পাশের অভিন্ন স্বদেশ রক্ষার জন্য যথাসাধ্য চেষ্টা করতে হবে। আমাদের অবশ্যই আত্মবিশ্বাসকে শক্তিশালী করতে হবে, সুযোগগুলোকে কাজে লাগাতে হবে, সমস্ত ক্ষেত্রে আন্তঃপ্রণালী বিনিময় ও সহযোগিতার প্রসার ঘটাতে হবে, চীনা ধাঁচের আধুনিকীকরণে নিজেদেরকে নিবেদিত করতে হবে এবং মাতৃভূমির পুনরুজ্জীবনে এবং চীনা জাতির মহান পুনর্জাগরণকে উপলব্ধি করতে আমাদের তারুণ্যের শক্তিকে অবদান রাখতে হবে।

সপ্তম আন্তঃপ্রণালী যুব উন্নয়ন ফোরাম চলাকালে, তাইওয়ান প্রণালীর উভয় পাশের যুবকরা ‘অভেদ্য সাংস্কৃতিক ঐতিহ্য’, ‘ই-কমার্স লাইভ সম্প্রচার’, ‘চলচ্চিত্র ও টেলিভিশন সংস্কৃতি’, ‘সুন্দর গ্রামাঞ্চল’ এবং ‘প্রযুক্তিগত উদ্ভাবনে’র মতো থিমসহ বিভিন্ন অধ্যয়ন শিবিরে অংশগ্রহণ করে। তারা যৌথভাবে চীনা সংস্কৃতি এবং মূল ভূখণ্ডের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের অভিজ্ঞতা লাভ করে।

  (স্বর্ণা/হাশিম/তুহিনা)