শেখ হাসিনার সঙ্গে ওয়াং হু নিংয়ের সাক্ষাৎ
2024-07-09 20:32:49

জুলাই ৯: চীনের গণ-রাজনৈতিক পরামর্শ সম্মেলনের (সিপিপিসিসি) চেয়ারম্যান ওয়া হু নিং আজ মঙ্গলবার বেইজিংয়ে সফররত বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন।

ওয়াং হু নিং বলেন, প্রেসিডেন্ট সি চিন পিং এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার কৌশলগত দিকনির্দেশনায় চীন ও বাংলাদেশ একে অপরকে সম্মান করে, সম-আচরণ করে, বন্ধুত্বপূর্ণ সহাবস্থান এবং পারস্পরিকভাবে উপকারী সহযোগিতার উদাহরণ স্থাপন করে। চীন বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের সাথে বাস্তব সহযোগিতা গভীর করতে ইচ্ছুক এবং চীন-বাংলাদেশ কৌশলগত সহযোগিতামূলক অংশীদারিত্বকে একটি নতুন স্তরে উন্নীত করতে দুই জনগণের আরো কল্যাণ সাধনে ইচ্ছুক। সিপিপিসিসি বাংলাদেশের সাথে বিনিময় ও সহযোগিতা জোরদার করতে এবং চীন ও বাংলাদেশের মধ্যে অভিন্ন লক্ষ্যের কমিউনিটি নির্মাণে ইতিবাচক অবদান রাখতে ইচ্ছুক বলেও জানান ওয়াং হু নিং।

ছয়বার চীন সফর করতে পেরে আনন্দ প্রকাশ করে শেখ হাসিনা বলেন, “বাংলাদেশ ও চীনের মধ্যে বন্ধুত্ব সময়ের সাথে আরও সুদৃঢ় হয়ে উঠেছে। চীনের দীর্ঘমেয়াদী মূল্যবান সমর্থনের জন্য আমরা কৃতজ্ঞ। বাংলাদেশ, চীনের মহান উন্নয়নের প্রশংসা করে এবং বরাবরের মতোই এক-চীন নীতি মেনে চলবে, রাষ্ট্র পরিচালনায় সর্বাত্মক সহযোগিতা ও অভিজ্ঞতা বিনিময়কে গভীর করবে এবং বাংলাদেশ-চীন সম্পর্ককে নতুন ফলাফল অর্জনের জন্য চেষ্টা চালাবে।”

(স্বর্ণা/হাশিম/তুহিনা)