এশিয়া-প্যাসিফিক অঞ্চলে সামরিক জোটের প্রয়োজন নেই: চীন
2024-07-09 10:34:04


জুলাই ৯: এশিয়া-প্যাসিফিক অঞ্চলে কোনো সামরিক জোটের প্রয়োজন নেই। জাপান-ফিলিপিন্স সাম্প্রতিক চুক্তি প্রসঙ্গে, চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন চিয়ান, গতকাল (সোমবার) বেইজিংয়ে এক নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এ মন্তব্য করেন।

তিনি বলেন, কোনো দ্বিপক্ষীয় সম্পর্ক যেন এতদঞ্চলের দেশগুলোর মধ্যে সার্বিক বোঝাপড়া ও আস্থার ক্ষতি করতে না-পারে, সেদিকে নজর রাখা জরুরি। আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা নষ্টকারী বা তৃতীয় কোনো পক্ষকে লক্ষ্য করে গড়ে ওঠা সামরিক জোট অগ্রহণযোগ্য।

লিন চিয়ান বলেন, নতুন স্নায়ুযুদ্ধের সৃষ্টি করতে পারে—এমন 'ছোট চক্র' গড়ে তোলার প্রবণতা মেনে নেওয়া যায় না। আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার জন্য ক্ষতিকর এবং আঞ্চলিক ঐক্য ও সহযোগিতার পরিপন্থী যে-কোনো তত্পরতার বিরুদ্ধে এতদঞ্চলের মানুষকে সতর্ক থাকতে হবে। (রুবি/আলিম/প্রেমা)