বেইজিংয়ে ওয়াং ই-রাইজেনকভ বৈঠক
2024-07-09 11:30:34

জুলাই ৯: চীনা কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির পলিট ব্যুরোর সদস্য ও দেশের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই, গতকাল (সোমবার) বেইজিংয়ে, বেলারুশের পররাষ্ট্রমন্ত্রী ম্যাক্সিম রাইজেনকভের সঙ্গে এক বৈঠকে মিলিত হন। 

বৈঠকে, বেলারুশের শাংহাই সহযোগিতা সংস্থা (এসসিও)-র সদস্যপদ প্রাপ্তিকে স্বাগত জানিয়ে, ওয়াং ই বলেন, চীন এসসিও’র পালাক্রমিক সভাপতিরাষ্ট্র হিসেবে ‘শাংহাই চেতনা’ অনুসরণ করে যাচ্ছে এবং সদস্যরাষ্ট্রগুলোর মধ্যে সমন্বয় ও সহযোগিতা জোরদারের লক্ষ্যে ভূমিকা রাখছে। পাশাপাশি, চীন শান্তিপূর্ণ ও স্থিতিশীল উন্নয়ন ত্বরান্বিত করতে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখছে এবং সাম্য ও শৃঙ্খলাভিত্তিক বহুমেরুর বিশ্ব গড়ে তুলতে অবিরাম কাজ করে যাচ্ছে। 

বৈঠকে রাইজেনকভ বলেন, তাঁর দেশ চীনের সাথে বিভিন্ন ক্ষেত্রে বাস্তব সহযোগিতা সম্প্রসারণ করতে চায়। বেলারুশ ‘এসসিও পরিবার’-এর সদস্য হিসেবে, সংশ্লিষ্ট সকল কার্যক্রমে অংশগ্রহণ করবে। 

তিনি আরও বলেন, তাঁর দেশ প্রেসিডেন্ট সি চিন পিং কর্তৃক  উত্থাপিত বিভিন্ন বৈশ্বিক উদ্যোগের প্রশংসা করে। বেলারুশ বহুপক্ষবাদের পক্ষে থাকবে এবং চীনের সাথে যৌথভাবে বৈশ্বিক চ্যালেঞ্জসমূহ মোকাবিলা করে যাবে বলেও তিনি প্রতিশ্রুতি দেন। 

বৈঠকে তাঁরা এই মর্মে একমত হন যে: দু’পক্ষ একে অপরের কেন্দ্রীয় স্বার্থ ও গুরুত্বপূর্ণ উদ্বেগের বিষয়ে পারস্পরিক সমর্থন অব্যাহত রাখবে; একযোগে বাইরের হস্তক্ষেপ ও একতরফা গুন্ডামি প্রতিহত করবে। পাশাপাশি, দু’পক্ষ ‘গ্লোবাল সাউথ’-এর দেশগুলোর মধ্যে ঐক্য ও সমন্বয় জোরদারের লক্ষ্যেও একযোগে কাজ করে যাবে। (প্রেমা/আলিম/ছাই)