ন্যাটোর তথাকথিত ‘নিরাপত্তা’ অন্যদের নিরাপত্তার বিনিময়ে আসে: চীন
2024-07-09 19:25:37

জুলাই ৯: চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন চিয়ান বলেছেন, ন্যাটোর তথাকথিত ‘নিরাপত্তা’ অন্যদের নিরাপত্তার বিনিময়ে আসে, আর এর কর্মকাণ্ড বিশ্বকে অত্যন্ত উচ্চ নিরাপত্তা ঝুঁকিতে ফেলছে। ন্যাটোর মহাসচিব স্টলটেনবার্গের সাম্প্রতিক এক মন্তব্যের জবাবে আজ (মঙ্গলবার) বেইজিংয়ে অনুষ্ঠিত নিয়মিত সংবাদ সম্মেলনে তিনি এ সব কথা বলেন।

লিন চিয়ান বলেন, ন্যাটো স্নায়ুযুদ্ধের পর বিশ্বের বৃহত্তম সামরিক গোষ্ঠী হিসেবে এক দিকে আঞ্চলিক ও প্রতিরক্ষামূলক সংস্থা বলে দাবি করে, অন্যদিকে সীমানা সম্প্রসারণ করে ও সংঘর্ষে উস্কানি দেয়। চীনের বিরুদ্ধে ন্যাটোর দোষারোপ এবং এশিয়া-প্রশান্ত মহাসাগরের পরিস্থিতি উত্তেজনামুখর করার জন্য চীনকে অজুহাত হিসেবে ব্যবহার করার আচরণ দৃঢ়ভাবে বিরোধিতা করে বেইজিং।

(তুহিনা/হাশিম/স্বর্ণা)