বৈশ্বিক গড় তাপমাত্রা ১.৫ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি
2024-07-08 17:24:49

জুলাই ৮: চলতি বছরের জুন পর্যন্ত বৈশ্বিক গড় তাপমাত্রা টানা ১২ মাস শিল্পায়নের আগের (১৮৫০-১৯০০ সাল) চেয়ে ১.৫ ডিগ্রি সেলসিয়াস বেশি হয়েছে। ইইউ জলবায়ু পর্যবেক্ষণ সংস্থা কোপার্নিকাস জলবায়ু পরিবর্তন ব্যুরো আজ (সোমবার) প্রকাশিত একটি বিবৃতিতে এ তথ্য জানায়।

বিবৃতির তথ্য অনুসারে ২০২৩ সালের জুলাই থেকে বিশ্বব্যাপী গড় তাপমাত্রা রেকর্ড সৃষ্টি করেছে। আর গত জুন মাস বৈশ্বিক গড় তাপমাত্রা ১৬.৬৬ ডিগ্রি সেলসিয়াস, যা রেকর্ডে সবচেয়ে গরম একটি জুন।

প্যারিস চুক্তি অনুসারে এই শতাব্দির শেষ নাগাদ বৈশ্বিক গড় তাপমাত্রা বৃদ্ধি শিল্পায়নের আগে চেয়ে ২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে নিয়ন্ত্রণ করতে হবে, এবং ১.৫ ডিগ্রি সেলসিয়াসে সীমাবদ্ধ করার চেষ্টা করা উচিত।

(তুহিনা/হাশিম/স্বর্ণা)