যুক্তরাষ্ট্রকে বিভ্রান্তিমূলক কার্যক্রমের পরিকল্পনা ব্যাখ্যা করার দাবি চীনের
2024-07-08 18:42:41

জুলাই ৮: চীন বিভ্রান্তিমূলক কর্মকাণ্ডের পরিকল্পনা ও বাস্তবায়নের জন্য যুক্তরাষ্ট্রের তীব্র নিন্দা করে এবং ওয়াশিংটনকে এ ব্যাপার ব্যাখ্যা দেয়ার এবং অবিলম্বে চীনকে অপবাদ দেয়ার প্রচেষ্টা বন্ধ করার ও সাইবার স্পেসে শান্তি বজায় রাখার আহ্বান জানায়। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন চিয়ান আজ সোমবার বেইজিংয়ে নিয়মিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন।

খবর অনুযায়ী, চীনের ন্যাশনাল কম্পিউটার ভাইরাস ইমার্জেন্সি রেসপন্স সেন্টার, ন্যাশনাল ইঞ্জিনিয়ারিং ল্যাবরেটরি অফ কম্পিউটার ভাইরাস প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোল টেকনোলজি এবং ৩৬০ ডিজিটাল সিকিউরিটি গ্রুপ যৌথভাবে ১৫ এপ্রিল একটি বিশেষ প্রতিবেদন প্রকাশ করেছে। এতে যুক্তরাষ্ট্র ২০২৩ সাল থেকে ‘ভোল্ট টাইফুন’ নামে একটি সংস্থাকে হাইপ করা এবং চীনের বিরুদ্ধে বৈশ্বিক প্রচারণা চালানোর বিষয় প্রকাশিত হয়।

লিন চিয়ান উল্লেখ করেছেন যে, যুক্তরাষ্ট্র চীনা সংস্থার পূর্ববর্তী প্রতিবেদনের জন্য ব্যাখ্যা প্রদান করেনি এবং তার জাতীয় নিরাপত্তা সংস্থার পরিচালক ‘টাইফুন ভোল্ট’ সম্পর্কে মিথ্যা তথ্য ছড়িয়ে দিচ্ছেন। নতুন প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে যে, মার্কিন সরকার প্রযুক্তিগত প্রতিবেদনগুলোকে বদলে দিতে সংশ্লিষ্ট নেটওয়ার্ক সুরক্ষা সংস্থাগুলোর উপর চাপ সৃষ্টি করেছে এবং তাদের কাছে ‘ভোল্ট টাইফুন’কে একটি ব্ল্যাকমেইল সফ্টওয়ার সংস্থা হিসেবে সমর্থনের জন্য প্রযুক্তিগত প্রতিবেদন সংশোধন করার দাবি জানিয়েছে।

  (স্বর্ণা/হাশিম/তুহিনা)