তাজিক গণমাধ্যমে ‘সি চিন পিংয়ের প্রিয় সাহিত্যিক উদ্ধৃতি’ প্রকাশিত
2024-07-05 18:06:01

জুলাই ৫: চীনা প্রেসিডেন্ট সি চিন পিংয়ের তাজিকস্তান সফর উপলক্ষ্যে সেদেশের বিভিন্ন গণমাধ্যমে ‘সি চিন পিংয়ের প্রিয় সাহিত্যিক উদ্ধৃতি’ শীর্ষক ভিডিও-চিত্রের (তৃতীয় সিজন, কাজাখ সংস্করণ) সম্প্রচার করা হয়। সেদেশের ‘পিপলস ডেইলি’ পত্রিকাসহ বিভিন্ন স্থানীয় গণমাধ্যমে খবরটি প্রকাশিত হয়। এটি সেদেশের বিভিন্ন মহলের ব্যাপক মনোযোগ আকর্ষণ করে।

ভিডিও-চিত্রে অভিন্ন সমৃদ্ধি, পরিবেশ সংরক্ষণ, সংস্কৃতি রক্ষা, এবং সভ্যতার বৈচিত্র্যসহ নানা বিষয়ের ওপর ফোকাস করা হয়। এতে সি চিন পিংয়ের গুরুত্বপূর্ণ ভাষণ, নিবন্ধ ও সেসবে উদ্ধৃত চীনের বিভিন্ন কবি-সাহিত্যিক-দার্শনিকের কথা স্থান পেয়েছে। সি চিন পিংয়ের রাজনৈতিক মেধা, গভীর মানসিকতা, ও বিশ্ববোধ প্রতিফলিত হয়েছে এ তথ্যচিত্রে।

আজ (শুক্রবার) তাজিখস্তানের সবচেয়ে প্রভাবশালী পত্রিকা ‘পিপলস ডেইলির’ চার পৃষ্ঠায় খবরটি প্রকাশ করেছে। গতকাল (বৃহস্পতিবার) থেকে ‘সি চিন পিংয়ের প্রিয় সাহিত্যিক উদ্ধৃতি’ শীর্ষক ভিডিও-চিত্রের প্রচারমূলক ভিডিও দুশানবের কেন্দ্রীয় স্থানে তাজিকস্তান গভর্নমেন্ট কমিউনিকেশনস ব্যুরো ভবনের বাইরের প্রাচীর ও প্রধান সড়ক রুদাখি স্ট্রিটে বড় বিজ্ঞাপনের পর্দায় প্রতি মিনিটে রোলিং ভিত্তিতে সম্প্রচার করা হয়।

তাজিকস্তানের বিভিন্ন মহল মনে করেন, ভিডিও-চিত্রটি সেদেশের জনগণকে চীনা প্রেসিডেন্ট সি চিন পিংয়ের দেশ প্রশাসনের বুদ্ধি ও অভিজ্ঞতা এবং চীনা সংস্কৃতি জানাতে পারবে।

(ছাই/তৌহিদ/ওয়াং হাইমান)