তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে সি’র বৈঠক
2024-07-05 11:15:58

জুলাই ৫: চীনের প্রেসিডেন্ট সি চিন পিং, গতকাল (বৃহস্পতিবার) বিকালে কাজাখস্তানের রাজধানী আস্তানায়, তুরস্কের প্রেসিডেন্ট রেজেপ তায়িপ এরদোয়ানের সঙ্গে এক সংক্ষিপ্ত বৈঠকে মিলিত হন।

শাংহাই সহযোগিতা সংস্থার শীর্ষসম্মেলনের অবকাশে আয়োজিত বৈঠকে সি চিন পিং বলেন, চীন ও তুরস্কের সম্পর্ক স্থিতিশীল উন্নয়নের ধারা বজায় রেখেছে। উন্নয়ন, আন্তর্জাতিক নিয়ম রক্ষাসহ বিভিন্ন বিষয়ে দু’দেশের মধ্যে ব্যাপক মতৈক্যও রয়েছে। এ প্রেক্ষাপটে, দু’দেশের উচিত একে অপরের কেন্দ্রীয় স্বার্থ রক্ষায় সহায়তা করা, পারস্পরিক রাজনৈতিক আস্থা আরও সুসংহত করা, এবং দ্বিপক্ষীয় কৌশলগত সহযোগিতামূলক সম্পর্ককে আরও উন্নত করার জন্য প্রচেষ্টা চালানো।

সি আরও বলেন, তুরস্কে চীনা প্রতিষ্ঠানগুলোর বিনিয়োগ বৃদ্ধিকে উত্সাহিত করে বেইজিং। আরও বেশি চীনা নাগরিকের তুরস্কে ভ্রমণকেও উত্সাহ দেয় চীন। তুরস্কের সাথে জাতিসংঘ, জি-২০-সহ বিভিন্ন বহুমুখী ব্যবস্থায় সমন্বয় ও সহযোগিতা জোরদার করতেও ইচ্ছুক চীন।

জবাবে এরদোয়ান বলেন, তুরস্ক চীনের সাথে সম্পর্ক উন্নয়নের ওপর অত্যন্ত গুরুত্ব দেয়। তাঁর দেশ দৃঢ়ভাবে ‘এক-চীননীতি’ মেনে চলছে এবং চীনের সার্বভৌমত্ব ও ভূখন্ডের অখন্ডতাকে সম্মান করে।

তিনি বলেন, চীন হচ্ছে বিশ্বে ও এশিয়ায় তুরস্কের সবচেয়ে গুরুত্বপূর্ণ বাণিজ্যিক অংশীদার। দু’দেশ ‘বেল্ড অ্যান্ড রোড’ উদ্যোগ যৌথভাবে বাস্তবায়ন করবে। ফিলিস্তিন সংকটে চীনের ন্যায়সংগত অবস্থানের প্রশংসাও করেন তিনি। (শুয়েই/আলিম/জিনিয়া)