থাইল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী চীন সফর করবেন
2024-07-05 18:16:38

জুলাই ৫: চীনা কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় পলিট ব্যুরোর সদস্য ও পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র আমন্ত্রণে থাইল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী মেরি শ্যাম্পং ৯ ও ১০ জুলাই চীন সফর করবেন। তিনি চীন-থাইল্যান্ড পররাষ্ট্রমন্ত্রীদ্বয়ের সংলাপ ব্যবস্থার সম্মেলনে অংশগ্রহণ করবেন। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং আজ (শুক্রবার) বেইজিংয়ে আয়োজিত নিয়মিত সাংবাদিক সম্মেলনে এ তথ্য জানান।

উল্লেখ্য, এটি হলো থাইল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রীর পদে মেরি শ্যাম্পংয়ের নিযুক্ত হওয়ার পর প্রথম চীন সফর। মুখপাত্র বলেন, দু’দেশের পররাষ্ট্রমন্ত্রী অর্ধ বছরের মধ্যে পারস্পরিক সফর করেছেন; এতে ‘চীন-থাইল্যান্ড একই পরিবারের’ মৈত্রী প্রতিফলিত হয়। এ সফরের মাধ্যমে থাইল্যান্ডের সঙ্গে কৌশলগত যোগাযোগ বৃদ্ধি, ঐতিহ্যবাহী মৈত্রী ও বাস্তব সহযোগিতা উন্নত করা এবং আরো স্থিতিশীল, সমৃদ্ধ ও টেকসই চীন-থাইল্যান্ড অভিন্ন কল্যাণের সমাজ গঠন জোরদার করার আশা প্রকাশ করে চীন।

(ছাই/তৌহিদ/ওয়াং হাইমান)