কাজাখস্তানে বেলারুশের প্রেসিডেন্টের সঙ্গে সি’র বৈঠক
2024-07-05 10:42:04

জুলাই ৫: চীনের প্রেসিডেন্ট সি চিন পিং, গতকাল (বৃহস্পতিবার) বিকেলে কাজাখস্তানের রাজধানী আস্তানায়, বেলারুশের প্রেসিডেন্ট আলেকসান্দার লুকাশেঙ্কোর সঙ্গে এক সংক্ষিপ্ত বৈঠকে মিলিত হন।

বেলারুশের শাংহাই সহযোগিতা সংস্থার আনুষ্ঠানিক সদস্যপদ প্রাপ্তিতে অভিনন্দন জানিয়ে বৈঠকে সি বলেন, চলতি বছর বিভিন্ন ক্ষেত্রে দু’দেশের আদান-প্রদান বেড়েছে এবং বিভিন্ন যৌথ সিদ্ধান্ত বাস্তবায়িত হয়েছে ও হচ্ছে। দু’দেশের যৌথ প্রয়াসে, দ্বিপক্ষীয় সম্পর্ক ভবিষ্যতে আরও উন্নত হবে বলে আশা করা যায়।

এ সময় লুকাশেঙ্কো, তাঁর দেশকে শাংহাই সহযোগিতা সংস্থার আনুষ্ঠানিক সদস্যপদ পেতে সাহায্য করায়, বর্তমান পালাক্রমিক সভাপতিরাষ্ট্র চীনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, চীনা প্রেসিডেন্ট সি’র উত্থাপিত ‘বৈশ্বিক উন্নয়ন প্রস্তাব’, ‘বৈশ্বিক নিরাপত্তা প্রস্তাব’, ‘বৈশ্বিক সভ্যতা প্রস্তাব’, এবং ইউক্রেন সংকট মোকাবিলায় চীন ও ব্রাজিলের ‘ছয় দফা প্রস্তাব’ সমর্থন করে বেলারুশ। তাঁর দেশ চীনের সাথে আরও বেশি সহযোগিতা করতে ইচ্ছুক বলেও জানান লুকাশোঙ্কো। (সুবর্ণা/আলিম/শুয়ে ফেই ফেই)