ক্ষমতাসীন জোট ত্যাগ করল নেপালের কমিউনিস্ট পার্টি
2024-07-04 11:00:37

জুলাই ৪: নেপালের কমিউনিস্ট পার্টি (যুক্ত মার্কসবাদী লেনিনবাদী) গতকাল (বুধবার) সন্ধ্যায়, প্রধানমন্ত্রী পুষ্প কমল দহলের নেতৃত্বাধীন ক্ষমতাসীন জোট থেকে বেরিয়ে আসার ও সরকারের ওপর থেকে নিজের সমর্থন প্রত্যাহারের ঘোষণা দেয়।

এদিন সন্ধ্যায় দলটির ৮ জন মন্ত্রী পদত্যাগপত্র জমা দেন। দলটি সমর্থন প্রত্যাহার করে নেওয়ায়, এখন সরকারকে আগামী ৩০ দিনের মধ্যে সংসদে আস্থাভোটের মুখোমুখী হতে হবে।

এর আগে, সোমবার সন্ধ্যায় নেপালের কমিউনিস্ট পার্টি (যুক্ত মার্কসবাদী লেনিনবাদী) দেশটির বৃহত্তম বিরোধীদল নেপালি কংগ্রেসের সাথে এক চুক্তিতে পৌঁছায়। চুক্তি অনুসারে, দু’দল মিলে নতুন জোট সরকার গঠন করবে এবং ২০২৭ সালের নির্বাচন পর্যন্ত দু’দলের নেতারা পালাক্রমিকভাবে প্রধানমন্ত্রী হবেন। চুক্তির পরপরই দুই দল প্রধানমন্ত্রী পুষ্প কমলকে পদত্যাগের তাগিদ দেয়। কিন্তু, প্রধানমন্ত্রী তাত্ক্ষণিকভাবে পদত্যাগ না করে, আস্থাভোটের মুখোমুখী হবার ঘোষণা দেন। (প্রেমা/আলিম/ছাই)