গাজায় যুদ্ধ বন্ধে হামাসের প্রস্তাব বিবেচনা করছে ইসরায়েল
2024-07-04 17:08:08

জুলাই ৪: গাজা উপত্যকায় যুদ্ধ বন্ধ করা এবং ইসরায়েলি আটক ব্যক্তিদের মুক্তি দেওয়ার বিষয়ে ফিলিস্তিনের ইসলামিক প্রতিরোধ আন্দোলনের (হামাস) প্রস্তাবটি বিশ্লেষণ করছে ইসরায়েল। ইসরায়েলের ইনস্টিটিউট ফর ইন্টেলিজেন্স অ্যান্ড স্পেশাল অপারেশনস (মোসাদ) গতকাল (বুধবার) এক বিবৃতিতে এ তথ্য জানায়।

বিবৃতিতে আরও বলা হয়, আটক ব্যক্তিদের মুক্তি দেওয়ার বিষয়ে হামাসের প্রস্তাবের বিষয়ে মতামত দিয়েছে ইসরায়েল। ইসরায়েল প্রস্তাবটির মূল্যায়ন করেছে এবং মধ্যস্থতাকারীকে ইসরায়েলের প্রতিক্রিয়া জানাবে। হামাস গত সন্ধ্যায় একটি সংক্ষিপ্ত বিবৃতিতে বলেছে যে, ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে ইসরায়েলের আগ্রাসন বন্ধ করার জন্য কিছু ধারণা দিয়েছে হামাস ও মধ্যস্থতাকারীরা।

(অনুপমা/তৌহিদ/ছাই)