যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক উন্নয়নে সম্মত ভেনিজুয়েলা
2024-07-04 17:07:39

জুলাই ৪: যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক উন্নত করতে রাজি ভেনিজুয়েলা। পারস্পরিক সম্মানের ভিত্তিতে যোগাযোগ বজায় রাখতে চায় দেশটি। ভেনিজুয়েলার সরকার গতকাল (বুধবার) এ তথ্য জানিয়েছে।

ভেনিজুয়েলার জাতীয় পরিষদের সভাপতি জর্জ রদ্রিগেজ এবার যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার দায়িত্বে ছিলেন। তিনি বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রাথমিক আলোচনার পর উভয় পক্ষ একমত হয়েছে। উভয় দেশ পারস্পরিক আস্থা স্থাপন করা, সম্পর্ক উন্নত করা এবং পারস্পরিক সম্মানের ভিত্তিতে গঠনমূলক যোগাযোগ বজায় রাখতে চায়। ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ১ জুলাই ঘোষণা করেন যে, পুনরায় দু’দেশের মধ্যে সরাসরি সংলাপ শুরু করার জন্য যুক্তরাষ্ট্রের প্রস্তাব বাস্তবায়ন করবেন তিনি।

(অনুপমা/তৌহিদ/ছাই)