হাইতির দলগুলোর উচিত দ্রুত নির্বাচনের সময়সূচী ও রোডম্যাপ দেওয়া: জাতিসংঘে নিযুক্ত চীনের স্থায়ী প্রতিনিধি
2024-07-04 16:41:54

জুলাই ৪: জাতিসংঘে নিযুক্ত চীনের স্থায়ী প্রতিনিধি ফু ছুং গতকাল (বুধবার) নিরাপত্তা পরিষদের হাইতি ইস্যুতে বক্তব্য দিয়েছেন। তিনি দ্রুত নির্বাচনের সময়সূচী এবং রোডম্যাপ দিতে হাইতির বিভিন্ন দলের প্রতি আহ্বান জানিয়েছেন।

তিনি বলেন, ২০১৬ সাল থেকে হাইতিতে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়নি। এই রাজনৈতিক শূন্যতা অব্যাহত রয়েছে এবং বৈধ সরকারের অনুপস্থিতিতে বিশৃঙ্খলা ও পরিস্থিতির অবনতি ঘটছে। চীন আশা করে যে, দ্রুত সাধারণ নির্বাচনের পরিবেশ তৈরি করা হবে।

তিনি বলেন, ঐতিহাসিক অভিজ্ঞতা থেকে প্রমাণিত যে, হাইতি ইস্যু সম্পর্কে বাইরে থেকে কোনো সমাধান কার্যকর হবে না, এর মূল বিষয়ে হাইতি জনগণকেই নিজস্ব প্রচেষ্টা চালাতে হবে।

(ওয়াং হাইমান/তৌহিদ/ছাই)