বেইজিংয়ে ক্রস-স্ট্রেট যুব সম্মেলন শুরু হয়েছে
2024-07-04 18:53:19

জুলাই ৪, সিএমজি বাংলা ডেস্ক: বেইজিংয়ে বুধবার একটি ক্রস-স্ট্রেট যুব শীর্ষ সম্মেলন শুরু হয়েছে, যাতে তাইওয়ান প্রণালীর উভয় তীর থেকে প্রায় ৬০০ জন তরুণ-তরুণী অংশগ্রহণ করেছেন।

উদ্বোধনী অনুষ্ঠানে, কমিউনিস্ট পার্টি অফ চায়না কেন্দ্রীয় কমিটির তাইওয়ান ওয়ার্ক অফিস এবং স্টেট কাউন্সিলের তাইওয়ান অ্যাফেয়ার্স অফিসের প্রধান সং থাও উভয় তীরের তরুণ প্রজন্মকে চীনের নাগরিক হিসেবে  গর্বিত, আত্মবিশ্বাসী এবং আশ্বস্ত হওয়ার আহ্বান জানান।

সং তাদের দৃঢ়ভাবে "তাইওয়ানের স্বাধীনতা" নামে বিচ্ছিন্নতাবাদী কার্যকলাপের বিরোধিতা করতে, চীনা জাতির অভিন্ন মাতৃভূমিকে রক্ষা করার এবং ক্রস-স্ট্রেট বিনিময়, সহযোগিতা এবং একীকরণে সক্রিয়ভাবে অংশগ্রহণ করার আহ্বান জানান।

একই অনুষ্ঠানে অল-চায়না ইয়ুথ ফেডারেশনের প্রেসিডেন্ট  সু সিয়াও বলেন, চীনের আধুনিকীকরণের মাধ্যমে তরুণদের বিভিন্ন সুযোগ সম্পর্কে পুরোপুরি সচেতন হওয়া উচিত এবং তাদের প্রজ্ঞা ও শক্তিকে  কাজে লাগিয়ে প্রণালীর দুই তীরের মধ্যে আরও বেশি সমন্বয় সাধনে অবদান রাখা উচিত।   

ভিডিও লিঙ্কের মাধ্যমে একটি বক্তৃতায় চাইনিজ কুওমিন্টাং (কেএমটি) এর প্রাক্তন চেয়ারম্যান মা ইং-চিউ প্রণালী জুড়ে তরুণদের গভীর আদান-প্রদানে জড়িত হওয়ার, একে অপরের কাছ থেকে শিখতে এবং চীনা জাতির জন্য একটি উজ্জ্বল ভবিষ্যত তৈরি করতে একসাথে কাজ করার আহ্বান জানান।

কেএমটি এর ভাইস চেয়ারম্যান সিয়ান লিয়েন বলেন, তাইওয়ান বা মূল ভূখণ্ডের তরুণ-তরুণীরা সবাই চীনা এবং তাদের উচিত ব্যবসা ও বিজ্ঞান-প্রযুক্তি উন্নয়নের মতো ক্ষেত্রে একে অপরকে উৎসাহিত ও সাহায্য করা এবং চীনা জাতির পুনর্জাগরণের জন্য একসঙ্গে কাজ করা।

স্টেট কাউন্সিলের তাইওয়ান বিষয়ক কার্যালয়, শিক্ষা মন্ত্রণালয়, অল-চায়না ইয়ুথ ফেডারেশন এবং বেইজিং মিউনিসিপ্যাল পিপলস গভর্নমেন্ট যৌথভাবে এই শীর্ষ সম্মেলন আয়োজন করেছে।

এই ফোরামে তাইওয়ানের যুবকদের জন্য একটি ইন্টার্নশিপ এবং চাকরি মেলা, একটি লাইফস্টাইল উৎসব , একটি কনসার্ট ও অন্যান্য ইভেন্ট আয়োজিত হয়েছে।

শান্তা/ফয়সল