বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা জোরদার করতে আগ্রহী চীন-জাপান-সুইজারল্যান্ড
2024-07-03 19:37:09

জুলাই ৩, সিএমজি বাংলা ডেস্ক: সুইজারল্যান্ডের ফেডারেল ইকোনোমিক অ্যাফেয়ার্স, শিক্ষা ও গবেষণা বিভাগের প্রধান গাই পারমেলিন এবং জাপান অ্যাসোসিয়েশন ফর দ্য প্রমোশন অফ ইন্টারন্যাশনাল ট্রেডের (জেএপিআইটি) সভাপতি ইয়োহেই কোনোর সঙ্গে সোমবার সাক্ষাৎ করেছেন চীনের উপ-প্রধানমন্ত্রী হ্য লিফেং।

পারমেলিনের সঙ্গে সাক্ষাতকালে তিনি বলেন, দুই দেশের নেতাদের দ্বারা উপনীত গুরুত্বপূর্ণ ঐকমত্য বাস্তবায়নের জন্য সুইজারল্যান্ডের সঙ্গে কাজ করতে ইচ্ছুক চীন। অর্থনৈতিক ও বাণিজ্য ক্ষেত্রে সহযোগিতা, বাণিজ্য ও বিনিয়োগের উন্মুকরণেও আগ্রহী।

সাক্ষাতে পারমেলিন বলেন, সুইজারল্যান্ড চীনের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা জোরদার করতে এবং দ্বিপাক্ষিক অর্থনৈতিক ও বাণিজ্য সম্পর্ককে নতুন মাত্রায় নিয়ে যেতে প্রস্তুত।

এদিকে ইয়োহেই কোনো এবং চীন সফররত জাপানি ব্যবসায়ী সম্প্রদায়ের প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাতকালে চীনের উপ-প্রধানমন্ত্রী হ্য লিফেং জেএপিআইটি প্রতিষ্ঠার ৭০ তম বার্ষিকী উপলক্ষে অভিনন্দন জানান।

এ সময় তিনি আশা প্রকাশ করেন চীন-জাপান বন্ধুত্ব, পারস্পরিক সহযোগিতা এবং বৈশ্বিক শিল্প ও সরবরাহ শৃঙ্খলের স্থিতিশীলতার ক্ষেত্রে জেএপিআইটি একটি সেতু হিসেবে ভূমিকা পালন করবে।

হ্য লিফেং বলেন, উচ্চ পর্যায়ের উন্মুক্তকরণের জন্য দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ এবং বিনিয়োগ ও সহযোগিতা আরও সম্প্রসারিত করতে জাপানী কোম্পানিগুলোকে স্বাগত জানায় চীন।

শুভ/ফয়সল

তথ্য ও ছবি: সিসিটিভি