কৃত্রিম বুদ্ধিমত্তায় ৫০টি আদর্শমান নির্ধারণ করবে চীন
2024-07-03 19:42:15

জুলাই ৩, সিএমজি বাংলা ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-এর জন্য ৫০টিরও বেশি জাতীয় ও শিল্পমান প্রণয়ন করবে চীন। শিল্প ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়সহ আরও তিনটি সরকারি সংস্থার যৌথ প্রতিবেদনে সম্প্রতি জানানো হয়, ২০২৬ সালে উন্মোচিত হতে যাওয়া এ মানদণ্ডগুলো এই খাতের উচ্চমানের উন্নয়ন নিশ্চিত করবে।

নির্দেশিকাগুলোয় এআই এর মানদণ্ডের জন্য সাতটি মূল ক্ষেত্র চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে আছে কোর টেকনোলজি, কৃত্রিম বুদ্ধিমত্তাযুক্ত পণ্য, পরিষেবা ও বিভিন্ন শিল্প অ্যাপ্লিকেশন।

চীনে এখন সাড়ে চার হাজারেরও বেশি এআই কোম্পানি আছে। অফিসিয়াল তথ্য অনুসারে, মূল এআই শিল্প ২০২৩ সালে ৫৭৮ বিলিয়ন ইউয়ানে পৌঁছেছে, যা আগের বছরের চেয়ে ১৩ দশমিক ৯ শতাংশ বেশি।

এই বছর চীন এআই প্লাস উদ্যোগ নিয়েছে। কৌশলগত পদক্ষেপটি চীনের ডিজিটাল অর্থনীতির সম্প্রসারণকে চালিত করতে এবং উত্পাদন খাতের রূপান্তর ও আধুনিকীকরণে নেতৃত্ব দেবে।

ফয়সল/শান্তা