শ্যনইয়াং প্রাসাদ জাদুঘরে চিত্র প্রদর্শনী
2024-07-03 19:31:42

জুলাই ৩, সিএমজি বাংলা ডেস্ক: চীনের লিয়াওনিং প্রদেশের শ্যনইয়াংসিটিতে চলছে পেইন্টিং প্রদর্শনী। শ্যনইয়াং প্যালেস মিউজিয়াম বা প্রাসাদ জাদুঘরে অনুষ্ঠিত হচ্ছে এই চিত্রকলা প্রদর্শনী। চলতি বছর ইউনেসকোর বিশ্ব ঐতিহ্য তালিকায় শ্যনইয়াং প্রাসাদের অন্তর্ভুক্তির ২০ বছর পূর্ণ হচ্ছে। এই উপলক্ষে এই জাদুঘরে সিরিজ প্রদর্শনী চলছে।

ছিং রাজবংশের শাসনের শুরুর দিকে ১৬২৫ সালে এই প্রাসাদ নির্মিত হয়। পরবর্তিকালে এখানে আরও অনেক প্রাসাদ নির্মিত হয়। পুরো কমপ্লেক্সটি ৬০ হাজার বর্গমিটার এলাকা নিয়ে নির্মিত। এর ভিতরে ৩০০ ভবন রয়েছে।

শান্তা/ফয়সল