সি চিন পিংয়ের কাজাখস্তান সফর শুরু
2024-07-02 18:44:05

জুলাই ২: চীনা প্রেসিডেন্ট সি চিন পিং আজ (মঙ্গলবার) আস্তানায় পৌঁছে কাজাখস্তান সফর শুরু করেছেন। তিনি শাংহাই সহযোগিতা সংস্থার ২৪তম শীর্ষসম্মেলনে অংশগ্রহণ করবেন।

কাজাখস্তানের আকাশসীমায় সি চিন পিংয়ের বিশেষ বিমানটি প্রবেশ করলে দেশটির বিমানবাহিনীর তিনটি যুদ্ধবিমান তাকে সম্মান জানিয়ে নিয়ে যায়। কাজাখস্তানের প্রেসিডেন্ট কাসিম-জোমার্ট তোকায়েভ প্রথম উপ-প্রধানমন্ত্রী রোমান স্কলার, উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মুরাত নুরতেলেভ, প্রেসিডেন্টের বিদেশ বিষয়ক উপদেষ্টা কাজিহান, আস্তানার মেয়র জেইনেস হাসবেক বিমানবন্দরে সি চিন পিংকে স্বাগত জানিয়েছেন।

তোকায়েভ বিমানবন্দরে সি চিন পিংয়ের জন্য একটি জমকালো স্বাগত অনুষ্ঠানের আয়োজন করেন। তোকায়েভের সঙ্গে সি চিন পিং গার্ড অব অনার পরিদর্শন করেন।

সি চিন পিং বিমানবন্দরে ভাষণ দিয়েছেন। তিনি চীন সরকার ও চীনা জনগণের পক্ষ থেকে কাজাখস্তানের জনগণকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন।

ভাষণে জনাব সি বলেন, কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৩২ বছরে দু’দেশ স্থায়ী ও সার্বিক কৌশলগত অংশীদারি সম্পর্ক গড়ে তুলেছে। বর্তমানে দু’দেশের ‘বেল্ট অ্যান্ড রোড’ উদ্যোগের যৌথ নির্মাণ ফলপ্রসূ হয়েছে। প্রেসিডেন্ট তোকায়েভের সঙ্গে দু’দেশের সম্পর্ক এবং অভিন্ন কল্যাণের আন্তর্জাতিক ও আঞ্চলিক ইস্যুতে গভীর মতবিনিময় করতে চান জনাব সি। দু’দেশের সম্পর্ক উন্নয়নের নতুন পরিকল্পনা করা এবং শাংহাই সহযোগিতা সংস্থার আস্তানা শীর্ষসম্মেলনে অংশগ্রহণের প্রত্যাশাও করেন সি চিন পিং। তা ছাড়া, বিভিন্ন পক্ষের সঙ্গে সহযোগিতার পরিকল্পনা করার আগ্রহ প্রকাশ করেন চীনের প্রেসিডেন্ট।

(ছাই/তৌহিদ/ওয়াং হাইমান)