স্পেনের সেভিলায় ‘চীনা সাহিত্য সপ্তাহ’ শুরু
2024-07-01 18:57:58

জুলাই ১: ‘স্পেনে চীনা সাহিত্য সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠান’ এবং ‘সাহিত্যের মাধ্যমে জীবনকে আরও সুন্দর করা’ শীর্ষক ধারাবাহিক কার্যক্রম গত শনিবার স্পেনের দক্ষিণাঞ্চলীয় শহর– সেভিলায় অনুষ্ঠিত হয়েছে। এর উদ্দেশ্য চীন ও স্পেনের সাহিত্য এবং সাংস্কৃতিক সম্পর্কোন্নয়ন ও পারস্পরিক শিক্ষা এগিয়ে নেওয়া। দু’দেশের শতাধিক লেখক ও সাইনোলজিস্ট অতিথি এতে অংশ নিয়েছেন।

 

কেন্দ্রীয় আধ্যাত্মিক সভ্যতা নির্মাণ অফিসের পূর্ণকালীন উপ-পরিচালক হু খাইহুং তার বক্তৃতায় চীন ও স্পেনের মধ্যে সাংস্কৃতিক বিনিময়ের গভীর ইতিহাস এবং দু’দেশের মানুষের মধ্যে আধ্যাত্মিক যোগাযোগের প্রচারে সাহিত্যের গুরুত্বপূর্ণ ভূমিকার উপর জোর দিয়েছেন। তিনি আশা করেন যে, বিনিময় কার্যক্রম দুই দেশের লেখকদের পারস্পরিক বোঝাপড়ার একটি প্ল্যাটফর্ম দেবে, যাতে স্প্যানিশ পাঠকরা চীনা সাহিত্য ও সংস্কৃতি অনুভব করতে পারে এবং দু’দেশের মানুষের মধ্যে বন্ধুত্ব আরও বৃদ্ধি পায়।

(ওয়াং হাইমান/তৌহিদ/ছাই)