সিপিসি’র ১০৩ বছর পূর্তি উপলক্ষে চীন জুড়ে স্মারক অনুষ্ঠানের আয়োজন
2024-07-01 18:39:23

 

জুলাই ১, সিএমজি বাংলা ডেস্ক : পহেলা জুলাই চীনের কমিউনিস্ট পার্টি সিপিসি’র ১০৩তম বার্ষিকী উপলক্ষে দেশজুড়ে একের পর এক স্মারক কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।  এদিন পার্টির সদস্যরা ইয়ুননান, হুনান, হ্যনান এবং শানতোং প্রদেশে দেশপ্রেম শিক্ষার কেন্দ্রসমূহ পরিদর্শন করেন এবং দলের পতাকার সামনে শপথ গ্রহণ করেন। 

 

চ্যচিয়াং প্রদেশের চিয়াসিংয়ে নানহু বিপ্লবী মেমোরিয়াল হল এবং লাল বোটের পাশে নানহু হুইসিন দ্বীপ একাধিক অনুষ্ঠানের আয়োজন করেছে।

 

সিপিসি ১৯২১ সালের জুলাই মাসে শাংহাইতে প্রথম জাতীয় কংগ্রেসের আয়োজন করে। পরবর্তীতে সভাটিকে নানহু হ্রদের লাল বোটে স্থানান্তরিত করা হয়।   

 

উত্তর চীনের হ্যপেই প্রদেশের ছিনহুয়াংতাও শহরে বিপ্লবী ল্যান্ডমার্কগুলোকে সংযুক্ত করার জন্য একটি মশাল র‍্যালি পরিচালনা করেন পার্টির একদল সদস্য।

 

মধ্য চীনের হুবেই প্রদেশের সিয়াওকান শহরে পার্টির নতুন সদস্যদের জন্য একটি শপথ অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। বিপ্লবী চেতনা বহন করার জন্য, দলের পুরানো সদস্যরা মঞ্চে ওঠেন এবং তরুণ সদস্যদের পার্টির প্রতীক প্রদানে সাহায্য করেন।

 

একই উপলক্ষে চীনের দ্বিতীয় দীর্ঘতম নদী ইয়েলো রিভারের তীরে একদল পর্যটক বিপ্লবী গান গাইতে এবং দেশের উন্নয়নে তাদের গৌরব প্রকাশ করতে সমবেত হন।

 

দক্ষিণ-পশ্চিম চীনের সিচাং স্বায়ত্তশাসিত অঞ্চলের আলি প্রিফেকচার এবং পূর্ব চীনের চিয়াংসি প্রদেশের আনইউয়ান কাউন্টিতেও একই রকম কার্যক্রম অনুষ্ঠিত হয়।

 

ঐশী/শান্তা