২০২৫ সালে চালু হবে বাংলাদেশের বাখরাবাদ-হরিপুর গ্যাস পাইপলাইন
2024-06-30 19:21:12

জুন ৩০, সিএমজি বাংলা ডেস্ক: বাংলাদেশের নারায়ণগঞ্জের মেঘনাঘাট ও হরিপুর এবং মুন্সীগঞ্জের গজারিয়ায় গ্যাসের চাহিদা পূরণের লক্ষ্যে নির্মাণাধীন বাখরাবাদ-মেঘনাঘাট-হরিপুর পাইপলাইন ২০২৫ সালে চালু হবে।

সম্প্রতি দেশটির বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

মন্ত্রণালয় জানিয়েছে, নারায়ণগঞ্জের মেঘনাঘাট ও হরিপুর এবং মুন্সীগঞ্জের গজারিয়াসহ আশেপাশে অবস্থিত বিদ্যুৎ কেন্দ্র ও শিল্প-কারখানার বর্ধিত গ্যাস চাহিদা পূরণের জন্য ৪২ ইঞ্চি ব্যাসের ৫০ কিলোমিটার সঞ্চালন পাইপলাইন নির্মাণ করা হচ্ছে। ২০২৫ সাল নাগাস বাখরাবাদ-মেঘনাঘাট-হরিপুর নামের এই পাইপলাইনটি চালু হবে আশা করা যাচ্ছে।

শুভ/নাহার