বেইজিংয়ের গ্র্যান্ড ক্যানাল মিউজিয়ামে ঐতিহাসিক নিদর্শনের প্রদর্শনী শুরু
2024-06-30 19:25:58

জুন ৩০, সিএমজি বাংলা ডেস্ক: সম্প্রতি বেইজিংয়ের গ্র্যান্ড ক্যানাল মিউজিয়ামে 'উন্মোচিত সানসিংতুই এবং চিনশা প্রাচীন শু সভ্যতা' শীর্ষক একটি প্রদর্শনী শুরু হয়েছে। এতে দক্ষিণ-পশ্চিম চীনের সিছুয়ান প্রদেশের সানসিংতুই ধ্বংসাবশেষ এবং চিনশা সাইট থেকে আবিষ্কৃত ২৬৫টি ঐতিহাসিক নিদর্শন প্রদর্শিত হচ্ছে।

প্রদর্শনীটি উদ্বোধনের প্রথম দিনেই ব্যাপক দর্শনার্থীর সমাগম ঘটে। এসব ঐতিহাসিক নিদর্শনের মাধ্যমে শু রাজ্যের ইতিহাস ও সংস্কৃতি সম্পর্কে জানতে পারবেন দেশটির নাগরিকরা।

ক্যাপিটাল মিউজিয়াম, সানসিংতুই মিউজিয়াম এবং চিনশা সাইট মিউজিয়ামসহ মোট ১২টি জাদুঘর এবং প্রতিষ্ঠান এই প্রদর্শনীতে বিভিন্ন ঐতিহাসিক নিদর্শন সরবরাহ করেছে।

সানসিংতুই মিউজিয়ামের উপ-পরিচালক ইউ চিয়ান বলেন, এবার প্রদর্শিত প্রায় ৫০ শতাংশ নিদর্শন সম্প্রতি আবিষ্কৃত সানসিংতুই ধ্বংসাবশেষ থেকে এসেছে। এ সভ্যতা প্রমাণ করে যে চীনা সভ্যতা বৈচিত্র্যপূর্ণ হলেও একক বৈশিষ্ট্যসম্পন্ন।

ঐতিহাসিক এসব নিদর্শন শু রাজ্যের ধ্বংসাবশেষ, যা ২ হাজার ৬০০ বছর থেকে ৪ হাজার ৮০০ বছর পর্যন্ত বিদ্যমান ছিল। প্রদর্শনী চলবে অক্টোবর পর্যন্ত।

শুভ/ফয়সল

তথ্য ও ছবি: সিসিটিভি