জুন মাসে চীনের উৎপাদন সূচক ৪৯.৫
2024-06-30 16:18:10

জুন ৩০: চীনের জাতীয় পরিসংখ্যান ব্যুরোর পরিষেবা তদন্ত কেন্দ্র এবং চীনা পণ্য পরিবহন ও ক্রয় ফেডারেশন আজ (রোববার) যৌথভাবে প্রকাশিত পরিসংখ্যানে জানায়, জুন মাসে চীনের উত্পাদন শিল্পের ক্রয় ব্যবস্থাপক সূচক বা পিএমআই হলো ৪৯.৫। যা গত মাসের তুলনায় স্থিতিশীল আছে।

পরিসংখ্যানে বলা হয়, এ মাসে নতুন অর্ডার সূচকটি মূলত সমান। নতুন সূচক ৪৯.৫ শতাংশ, যা গত মাসের তুলনায় ০.১ শতাংশ কম। উৎপাদন বাজারের চাহিদা এখনও অপর্যাপ্ত। মূল্য সূচক কমেছে। কিছু পণ্যের দাম কমে যাওয়া ও বাজারে চাহিদা কমার কারণে প্রধান কাঁচামালের ক্রয়মূল্য সূচক ও সাবেক কারখানার মূল্য সূচক যথাক্রমে ৫১.৭ ও ৪৭.৯ শতাংশ। যা গত মাসের তুলনায় ৫.২ ও ২.৫ শতাংশ কমেছে।

নতুন চালিকাশক্তি বেড়েছে। প্রধান শিল্পগুলোতে উচ্চ প্রযুক্তির উত্পাদন শিল্পের পিএমআই ছিল ৫২.৩ শতাংশ। যা গত মাসের চেয়ে ১.৬ শতাংশ বেশি এবং টানা ৮ মাসে বৃদ্ধি পেয়েছে। সরঞ্জাম উত্পাদন শিল্পের পিএমআই ছিল ৫১ শতাংশ, যা গত মাসের চেয়ে ০.৩ শতাংশ বেড়েছে এবং টানা চার মাস প্রবৃদ্ধি হয়েছে। নতুন মানের উত্পাদন শক্তি অব্যাহতভাবে বাড়ছে।

(ছাই/তৌহিদ/ওয়াং হাইমান)