চীনে কেন্দ্রীয় সরকারের সংখ্যালঘু উন্নয়ন তহবিলের ৭.৪ বিলিয়ন ইউয়ান বিতরণ করা হয়েছে
2024-06-29 17:39:45

জুন ২৯: শনিবার চীনের জাতি বিষয়ক কমিশন সূত্রে জানা গেছে, ২০২৪ সালে চীনে কেন্দ্রীয় সরকারের সংখ্যালঘু উন্নয়ন তহবিলে বরাদ্দ ছিল ৭.৪ বিলিয়ন ইউয়ান। ইতোমধ্যে সব অর্থই বিতরণ করা হয়েছে। এর মধ্যে রয়েছে গোটা চীনের ২৮টি প্রদেশ (স্বায়ত্তশাসিত অঞ্চল ও মহানগর) এবং সিনচিয়াং স্বায়ত্তশাসিত অঞ্চলের সংশ্লিষ্ট জেলা ও উপজেলা।

জাতি বিষয়ক কমিশনের যৌথ উন্নয়ন বিভাগের সংশ্লিষ্ট প্রধান বলেন, কেন্দ্রীয় সরকারের সংখ্যালঘু উন্নয়ন অর্থ গুরুত্বপূর্ণ জাতীয় এলাকাকে সমর্থন দেয়, যা গ্রামীণ উত্পাদন এবং মানুষের জীবনযাত্রার মান উন্নত করেছে। এ প্রক্রিয়ায় জাতিগত হস্তশিল্প, জাতিগত সাংস্কৃতিক পর্যটন এবং অন্যান্য বৈশিষ্ট্যময় শিল্প উন্নত করা যায়, যাতে কার্যকরভাবে চীনা জাতির যৌথ সামাজিক চেতনা উন্নয়নের পূর্ণাঙ্গ প্রক্রিয়া বিভিন্ন ক্ষেত্রে কাজে লাগানো যায়।

পরবর্তীতে, জনগণের জীবিকা উন্নয়নে সাহায্য করা এবং জনগণের হৃদয়কে একত্রিত করার মতো ভাল প্রকল্প তৈরি করবে চীনের জাতি বিষয়ক কমিশন।

(ওয়াং হাইমান/তৌহিদ/ছাই)