রুশ সীমান্তের কাছে জাপানের সামরিক মহড়া পরিকল্পনার তীব্র প্রতিবাদ জানায় মস্কো
2024-06-29 17:49:24


জুন ২৯: রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় গতকাল (শুক্রবার) জানিয়েছে যে, রাশিয়ার সীমান্তের কাছে জার্মানি ও স্পেনের সাথে জাপানের যৌথ সামরিক মহড়া পরিকল্পনা নিয়ে রাশিয়ায় নিযুক্ত জাপানি দূতাবাসে তীব্র প্রতিবাদ জানিয়েছে মস্কো।

জানা গেছে, আগামী ১৯ থেকে ২৫ জুলাই পর্যন্ত রুশ সীমান্তের কাছাকাছি হক্কাইডোতে জার্মানি ও স্পেনের সঙ্গে একাধিক যৌথ সামরিক মহড়ার পরিকল্পনা করেছে জাপান; যার তীব্র প্রতিবাদ জানায় রাশিয়া। রাশিয়ার সুদূর পূর্ব সীমান্তের নিকটবর্তী অঞ্চল এবং বাইরের ন্যাটো সদস্যদের সঙ্গে জাপানের উস্কানিমূলক সামরিক কার্যক্রম পরিচালনায় জাপানকে অনুমতি দেবে না মস্কো।

 

রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় জোর দিয়ে জানায়, জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা সরকারের দায়িত্বজ্ঞানহীন নীতি উত্তর-পূর্ব এশিয়া এবং এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে উত্তেজনা বাড়িয়ে তুলেছে এবং জাপানকে ‘বিপজ্জনক পথে’ ঠেলে দিয়েছে।
(ওয়াং হাইমান/তৌহিদ/ছাই)