সিপিসি’র পরিচালনব্যবস্থাকে আরও কার্যকর করতে সি’র নির্দেশনা
2024-06-28 15:34:41

জুন ২৮: চীনা কমিউনিস্ট পার্টি (সিপিসি)-র পরিচালনব্যবস্থাকে আরও কার্যকর করতে যথাযথ নির্দেশনা দিয়েছেন পার্টির সাধারণ সম্পাদক ও দেশের প্রেসিডেন্ট সি চিন পিং। তিনি গতকাল (বৃহস্পতিবার) সিপিসি-র কেন্দ্রীয় কমিটির পলিট ব্যুরোর এক পর্যালোচনাসভায় এ নির্দেশনা দেন।

সভায় সি চিন পিং বলেন, নতুন যুগে সিপিসি-কে নতুন করে গড়ে তুলতে হবে এর রাজনৈতিক মতাদর্শকে কেন্দ্র করে; যা একটি বড় কাজ। পার্টির সামগ্রিক নেতৃত্ব ও সিপিসি’র কেন্দ্রীয় কমিটির কেন্দ্রীভূত ও ঐক্যবদ্ধ নেতৃত্বকে সমুন্নত ও শক্তিশালী করতে হবে; নতুন যুগের জন্য উপযোগী করে পার্টিকে গড়ে তোলার মূল দায়িত্ব পালন করতে হবে; এবং পার্টি পরিচালনার গোটা ব্যবস্থাকে আরও কার্যকর ও উন্নত করতে বৈজ্ঞানিক পদ্ধতি প্রয়োগ করতে হবে।

সভায় সি চিন পিং আরও বলেন, আর কয়েক দিন পর সিপিসি প্রতিষ্ঠার ১০৩তম বার্ষিকী পালিত হবে। এ উপলক্ষ্যে আমি, সিপিসি’র কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে, দেশের সকল সিপিসিসদস্যকে আন্তরিক শুভেচ্ছা জানাই। (শুয়েই/আলিম/আকাশ)