বেইজিংয়ে আনুষ্ঠানিকভাবে চাঁদের নতুন নমুনা হস্তান্তর
2024-06-28 17:36:06

জুন ২৮: ছাংএ্য-৬ মিশনের আওতায় চাঁদ থেকে সংগৃহীত মাটি বা নমুনা, যথাযথ কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের একটি অনুষ্ঠান, আজ (শুক্রবার) বেইজিংয়ে আয়োজিত হয়। সিপিসি কেন্দ্রীয় কমিটির পলিটিক্যাল ব্যুরোর সদস্য এবং দেশের উপ-প্রধানমন্ত্রী চাং কুও ছিং হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে তিনি বলেন, প্রেসিডেন্ট সি চিন পিং ছাংএ্য-৬ মিশনের সাফল্যে সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানিয়ে বিশেষ বার্তা পাঠিয়েছেন। এতে মহাকাশ শিল্পের অগ্রগতির ব্যাপারে তাঁর নেতৃত্বে সিপিসি’র কেন্দ্রীয় কমিটির ব্যাপক আগ্রহের প্রতিফলন ঘটেছে।

চাং কুও ছিং আরও বলেন, ছাংএ্য-৬ মিশনের আওতায় চাঁদের অন্ধকার দিক থেকে নমুনা সংগ্রহ করে পৃথিবীতে আনা হয়েছে, যা বিশ্বে প্রথম। এটি মহাকাশবিজ্ঞান তথা বিজ্ঞান ও প্রযুক্তি খাতে চীনকে শক্তিশালী দেশ হিসেবে গড়ে তোলার পথে আরেকটি যুগান্তকারী সাফল্য। (জিনিয়া/আলিম/ফেই)