সিপিসি’র ২০তম কেন্দ্রীয় কমিটির তৃতীয় পূর্ণাঙ্গ অধিবেশনের প্রস্তুতিমূলক সম্মেলন অনুষ্ঠিত
2024-06-28 11:04:56

জুন ২৮: গতকাল(বৃহস্পতিবার)চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির পলিট ব্যুরোর অধিবেশনে সার্বিকভাবে সংস্কার গভীরতর করা এবং চীনা বৈশিষ্ট্যময় আধুনিকায়ন বাস্তবায়ন নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে।সিপিসি’র সাধারণ সম্পাদক সি চিন পিং অধিবেশনে সভাপতিত্ব করেছেন।

১৫ থেকে ১৮ জুলাই পর্যন্ত বেইজিংয়ে সিপিসি’র ২০তম কেন্দ্রীয় কমিটির তৃতীয় পূর্ণাঙ্গ অধিবেশন আয়োজন করা হবে।এবারের অধিবেশনে ‘সিপিসি’র সার্বিকভাবে সংস্কার গভীরতর করা ও চীনা বৈশিষ্ট্যময় আধুনিকায়ন বাস্তবায়নের সিদ্ধান্ত’বিষয়ে খোঁজ খবর করেছে সিপিসি’র কেন্দ্রীয় কমিটির পলিট ব্যুরো।

অধিবেশনের আলোচনা ও মতামত অনুসারে সংশ্লিষ্ট প্রস্তাব সংশোধন করা হবে।পরে এ প্রস্তাব সিপিসি’র ২০তম কেন্দ্রীয় কমিটির তৃতীয় পূর্ণাঙ্গ অধিবেশনে পর্যালোচনা করা হবে।

অধিবেশনে জোর দিয়ে বলা হয়েছে, সার্বিকভাবে সংস্কার গভীরতর করার মূল উদ্দেশ্য চীনা বৈশিষ্ট্যময় সমাজতান্ত্রিক ব্যবস্থার পরিপূরণ ও উন্নয়ন করা এবং দেশের প্রশাসন ব্যবস্থা ও দক্ষতার আধুনিকায়ন বাস্তবায়ন করা।(সুবর্ণা/শান্তা/প্রেমা)