বলিভিয়ার সরকার দেশে শান্তি বজায় রাখতে পারবে: চীনের আশাবাদ
2024-06-27 18:32:00

জুন ২৭: চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং আজ (বৃহস্পতিবার) বেইজিংয়ে এক নিয়মিত প্রেস ব্রিফিংয়ে বলেন,  বলিভিয়ার সরকার সেদেশে শান্তি, স্থিতিশীলতা, ও উন্নয়নের ধারা বজায় রাখতে সক্ষম বলে চীন বিশ্বাস করে।

মুখপাত্র আরও বলেন, বলিভিয়ায় ‘অস্বাভাবিক সামরিক অভিযান’ বিষয়ে অবগত আছে বেইজিং। বলিভিয়ার ভালো বন্ধু ও অংশীদার হিসেবে চীন আশা ও বিশ্বাস করে যে, সেদেশের সরকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পারবে, যা দেশটির  জনগণের মৌলিক ও দীর্ঘমেয়াদী স্বার্থের সাথে সঙ্গতিপূর্ণ। (জিনিয়া/আলিম/ফেই)