মধ্যপ্রাচ্যকে আরও বড় সংকটে না-ফেলার আহ্বান চীনা প্রতিনিধির
2024-06-26 15:36:02


জুন ২৬: মধ্যপ্রাচ্য অঞ্চলকে আরও বড় সংকট থেকে রক্ষা করতে বিভিন্ন পক্ষকে সংযম বজায় রেখে উত্তেজনা সৃষ্টিকারী যে কোনো অভিযান বন্ধের আহ্বান জানিয়েছেন জাতিসংঘে চীনা স্থায়ী প্রতিনিধি ফু ছোং। গতকাল (মঙ্গলবার) নিরাপত্তা পরিষদে ইসরায়েল-ফিলিস্তিন বিষয়ক খোলা সভায় এ আহ্বান জানান তিনি।

তিনি বলেন, গত ৩১মে গাজা অঞ্চলে যুদ্ধবিরতির তিন  পর্যায়ের প্রস্তাব ঘোষণার পর নিরাপত্তা পরিষদে ২৭৩৫ নম্বর প্রস্তাব উত্থাপন করেছে যুক্তরাষ্ট্র। এ প্রস্তাব গ্রহণ করতে ইসরায়েল ও ফিলিস্তিনের হামাসকে তাগিদ দেয় দেশটি। সে সময় ইসরায়েল যুদ্ধবিরতির প্রস্তাব গ্রহণ করেছে বলে জানায় যুক্তরাষ্ট্র। তবে দুঃখজনক বিষয় হলো, এ পর্যন্ত আন্তর্জাতিক সমাজ ইসরায়েলের যুদ্ধবিরতির লক্ষণ দেখতে পায় নি। 

ফু ছোং আরও বলেন, এক্ষুণি যুদ্ধ বন্ধ হতে হবে। এটি নিরাপত্তা পরিষদের ২৭২৮ ও ২৭৩৫ নম্বর প্রস্তাবের মূল বিষয়। চীন ইসরায়েলকে আন্তর্জাতিক সমাজের দাবি অনুসরণ করে তাত্ক্ষণিকভাবে গাজায় তার সামরিক অভিযান বন্ধ করার আহ্বান জানায়।

 

ফু ছোং বলেন, বর্তমানে গাজায় গুরুতর মানবিক সংকট দেখা দিয়েছে। ইসরায়েলের সামরিক অভিযান মানবিক কর্মীদের জন্য গুরুতর হুমকি সৃষ্টি করছে। আন্তর্জাতিক মানবিক আইন অনুযায়ী ইসরায়েলকে মানবিক সংস্থা ও কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং গাজায় পর্যাপ্ত মানবিক ত্রাণসামগ্রী প্রবেশ করার সুযোগ দেওয়ার দাবি জানান চীনা প্রতিনিধি।

(রুবি/তৌহিদ/প্রেমা)