‘চীন নিজের শিল্প-প্রতিষ্ঠানগুলোর অধিকার রক্ষা করবে’
2024-06-25 22:06:43

জুন ২৫: চীন দৃঢ়ভাবে নিজের শিল্প-প্রতিষ্ঠানগুলোর স্বার্থ ও বৈধ অধিকার রক্ষা করে যাবে। ইউরোপের উচিত চীনা প্রতিষ্ঠানগুলোর ওপর আরোপিত নিষেধাজ্ঞা অবিলম্বে তুলে নেওয়া। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং আজ (মঙ্গলবার) বেইজিংয়ে এক নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন। 


তিনি বলেন, কোনো আন্তর্জাতিক আইনি ভিত্তি নাই ও জাতিসংঘ নিরাপত্তা পরিষদ কর্তৃক অনুমোদিত নয়—এমন সবধরনের একতরফা নিষেধাজ্ঞার বিরোধিতা করে চীন।


মুখপাত্র আরও বলেন, চীন ও রাশিয়ার শিল্প-প্রতিষ্ঠানগুলোর মধ্যে স্বাভাবিক বিনিময় ও সহযোগিতা তৃতীয় কোনো পক্ষকে টার্গেট করে করা হয় না। পাশাপাশি এই দ্বিপক্ষীয় সম্পর্কে তৃতীয় পক্ষের হস্তক্ষেপও কাম্য নয়। 


উল্লেখ্য, সম্প্রতি ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ১৯টি চীনা শিল্প-প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। 

(আকাশ/আলিম/ফেইফেই)