‘শান্তিপূর্ণ সহাবস্থানের পাঁচ নীতি’-র ৭০তম বার্ষিকী পালন করবে চীন
2024-06-25 22:05:51


জুন ২৫: চীন ‘শান্তিপূর্ণ সহাবস্থানের পাঁচ নীতি’ প্রকাশের ৭০তম বার্ষিকী উপলক্ষ্যে বিশেষ অনুষ্ঠান আয়োজন করবে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং আজ (মঙ্গলবার) বেইজিংয়ে এক নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।  


তিনি বলেন, ৭০ বছর আগে, চীনের তত্কালীন প্রধানমন্ত্রী চৌ এন লাই প্রথম ‘শান্তিপূর্ণ সহাবস্থানের পাঁচ নীতি’ পেশ করেন। বর্তমানে এই নীতিমালা গোটা বিশ্বে স্বীকৃত। এটি আন্তর্জাতিক সম্পর্ক ও আন্তর্জাতিক আইনের মৌলিক নীতিতে পরিণত হয়েছে। 

মুখপাত্র জানান, চীন আগামী ২৮ জুন বেইজিংয়ে এক বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে, ‘শান্তিপূর্ণ সহাবস্থানের পাঁচ নীতি’ প্রকাশের ৭০তম বার্ষিকী পালন করবে। (আকাশ/আলিম/ফেইফেই)