‘চীন আন্তর্জাতিক অংশীদারদের সাথে নিয়ে মহাকাশ-গবেষণায় ইচ্ছুক’
2024-06-25 17:22:50

জুন ২৫: চীন সমমনা আন্তর্জাতিক অংশীদারদের সাথে যৌথভাবে, মানবজাতির অভিন্ন মহাকাশ নিয়ে, গবেষণাকাজ চালিয়ে যেতে চায়। চীন সকল দেশের মানুষের অভিন্ন স্বপ্ন বাস্তবায়ন করতে এবং মহাকাশের শান্তিপূর্ণ ব্যবহার নিশ্চিত করতে প্রচেষ্টা চালিয়ে যেতেও আগ্রহী। আজ (মঙ্গলবার) চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং বেইজিংয়ে এক নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন।

চীনের ছাংএ্য-৬ চন্দ্রযানের সফলভাবে পৃথিবীতে ফিরে আসা প্রসঙ্গে মুখপাত্র আরও বলেন, চলতি বছর হল চীনের চন্দ্র অনুসন্ধান কার্যক্রম চালুর ২০তম বার্ষিকী। ছাংএ্য-১ থেকে ছাংএ্য-৬ পর্যন্ত, চীনের চন্দ্র-অনুসন্ধান কার্যক্রম, মানবজাতির জন্য নতুন অধ্যায় উন্মোচন করেছে। আজ চীনের ছাংএ্য-৬ সফলভাবে চাঁদের ‘অন্ধকার দিক’ থেকে নমুনা নিয়ে ফিরেছে, যা বিশ্বে প্রথম। চীন এ মিশনের সাফল্যে সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানায়। (শুয়েই/আলিম/আকাশ)