চীন সফরে আসছেন পেরুর প্রেসিডেন্ট
2024-06-24 20:41:30

জুন ২৪: পেরুর প্রেসিডেন্ট দিনা বলুয়ার্তে, আগামী ২৫ থেকে ২৯ জুন পর্যন্ত, চীনে রাষ্ট্রীয় সফর করবেন। আজ (সোমবার) চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান। 

মুখপাত্র বলেন, পেরু ল্যাটিন আমেরিকার একটি গুরুত্বপূর্ণ দেশ। চীনের সাথে দেশটির সার্বিক কৌশলগত অংশীদারিত্বের সম্পর্ক আছে। কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার পর, বিগত অর্ধ শতাধিক বছর ধরে, দু’দেশের সম্পর্ক স্থিতিশীলভাবে সামনে এগিয়েছে এবং নানা খাতে দু’দেশের সহযোগিতায় অনেক সুফলও অর্জিত হয়েছে।

তিনি আরও জানান, এটা হবে প্রেসিডেন্ট দিনার প্রথম চীন সফর। এ সফরের সুযোগ কাজে লাগিয়ে, দু’দেশের সম্পর্ককে আরও মজবুত করতে, দু’দেশের পারস্পরিক রাজনৈতিক আস্থা বাড়াতে, এবং বিভিন্ন খাতে দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদার করতে আগ্রহী চীন। (আকাশ/আলিম/ফেইফেই)