চীনে বিনিয়োগে মার্কিন বিধিনিষেধের বিরোধিতা বেইজিংয়ের
2024-06-24 16:38:52

জুন ২৪: চীনে বিনিয়োগের ক্ষেত্রে বিধিনিষেধসংক্রান্ত সাম্প্রতিক মার্কিন প্রস্তাবের বিরোধিতা করে বেইজিং। গত শুক্রবার চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের জনৈক মুখপাত্র এক নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন।

মুখপাত্র বলেন, মার্কিন বিধিনিষেধের লক্ষ্য চীনা শিল্পের স্বাভাবিক বিকাশকে দমন করা। এ ধরনের বিধিনিষেধ, সানফ্রান্সিসকোতে দুই দেশের রাষ্ট্রপ্রধানদ্বয়ের উপনীত ঐকমত্যের পরিপন্থি এবং দু’দেশের শিল্প-প্রতিষ্ঠানগুলোর মধ্যে স্বাভাবিক অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতার জন্য ক্ষতিকর।

তিনি আরও বলেন, মার্কিন বিধিনিষেধ আন্তর্জাতিক অর্থনৈতিক ও বাণিজ্যিক ব্যবস্থাকে ক্ষতিগ্রস্ত করবে এবং বিশ্বব্যাপী শিল্প ও সরবরাহ চেইনের নিরাপত্তা ও স্থিতিশীলতা নষ্ট করবে। চীন এর পাল্টা ব্যবস্থা গ্রহণের অধিকার রাখে। (জিনিয়া/আলিম/ফেই)