আবারও ফিলিপিন্সকে উস্কানি বন্ধের তাগিদ দিল চীন
2024-06-24 16:40:14

জুন ২৩: দক্ষিণ চীন সাগরে উস্কানিমূলক আচরণ বন্ধ করতে এবং আন্তর্জাতিক সমাজকে এ ইস্যুতে বিভ্রান্ত করার অপচেষ্টা থেকে বিরত থাকতে আবারও তাগিদ দিচ্ছে বেইজিং। আজ (সোমবার) এক নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং।

তিনি বলেন, চীন-ফিলিপিন্স সামুদ্রিক বিরোধের অবস্থা স্পষ্ট। চীন বহুবার সংশ্লিষ্ট পরিস্থিতি ও এ ব্যাপারে নিজের অবস্থান ব্যাখ্যা করেছে। ফিলিপিন্স যদি সত্যিই আন্তর্জাতিক আইন অনুযায়ী কাজ করতে ইচ্ছুক হয়, তাহলে দেশটিকে প্রথমে ১৮৯৮ সালের প্যারিস চুক্তি ও ‘দক্ষিণ চীন সাগরে সংশ্লিষ্ট পক্ষগুলোর আচরণসংক্রান্ত ঘোষণা’র বিধিবিধান মেনে চলতে হবে। (জিনিয়া/আলিম/ফেই)