চীন আন্তর্জাতিক ন্যায্যতা রক্ষার পক্ষে: মুখপাত্র
2024-06-22 17:20:36

জুন ২২: চীন সবসময় জি-৭৭-এর সাথে থাকবে এবং যৌথভাবে আন্তর্জাতিক ন্যাযতা রক্ষার পক্ষের শক্তি হিসেবে কাজ করে যাবে। গতকাল (শুক্রবার) বেইজিংয়ে এক নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন চিয়ান।

তিনি বলেন, চীন উন্নয়নশীল দেশগুলোর সাধারণ স্বার্থ রক্ষায় এবং বিশ্বব্যাপী শাসন ব্যবস্থার উন্নতির জন্য একটি গুরুত্বপূর্ণ শক্তি। চীন আন্তর্জাতিক বিষয়ে অপরিবর্তনীয় ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

মুখপাত্র বলেন, চীন জি-৭৭-এর সবচেয়ে ঘনিষ্ঠ অংশীদার এবং "জি-৭৭+চীন" সহযোগিতা-প্রক্রিয়ার মাধ্যমে, আন্তর্জাতিক ন্যায্যতা ও ন্যায়বিচার বজায় রাখতে এবং উন্নয়নশীল দেশসহ সকল দেশের স্বার্থ রক্ষায়, সবসময় দৃঢ়ভাবে জি-৭৭-এর পাশে থাকবে চীন।

মুখপাত্র আরও বলেন, চলতি বছর শান্তিপূর্ণ সহাবস্থানের পাঁচ-দফা নীতিমালা প্রকাশের ৭০তম বার্ষিকী।  চীন, নতুন পরিস্থিতিতে, আন্তর্জাতিক সম্পর্কের এই ব্যাপকভাবে স্বীকৃত মৌলিক নিয়ম ও আন্তর্জাতিক আইনের মৌলিক নীতিমালা বাস্তবায়নের জন্য, উন্নয়নশীল দেশগুলোর সাথে কাজ করে যেতে আগ্রহী। (শুয়েই/আলিম/আকাশ)