ভিয়েতনাম ও রাশিয়া দ্বিপক্ষীয় সম্পর্ক গভীর করবে
2024-06-21 17:28:24

জুন ২১: রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বৃহস্পতিবার ভিয়েতনাম সফর করেন এবং দেশটির প্রেসিডেন্ট তো লামের সঙ্গে বৈঠক করেন। সফরকালে দু’পক্ষ বেশ কিছু সহযোগিতা চুক্তি স্বাক্ষর করেছে এবং সার্বিক কৌশলগত অংশীদারি সম্পর্ক গভীর করতে একমত হয়েছে।

বৈঠক শেষে দু’নেতা শিক্ষা, বিচারসহ বিভিন্ন ক্ষেত্রে দ্বিপক্ষীয় সহযোগিতা চুক্তি স্বাক্ষর প্রত্যক্ষ করেন। পরে তারা একসঙ্গে সংবাদ সম্মেলনে উপস্থিত হন। তো লাম বলেন, দু’পক্ষ উচ্চ পর্যায়ের যোগাযোগ জোরদার করা এবং বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে সম্মত হয়েছে।

এদিন পুতিন ভিয়েতনামের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নগুয়েন ফু ট্রং, প্রধানমন্ত্রী ফান মিং চিন ও জাতীয় পরিষদের চেয়ারম্যান ত্রান থান মানের সঙ্গেও বৈঠক করেছেন।

(তুহিনা/তৌহিদ/স্বর্ণা)