ক্যাসপারস্কি অ্যান্টি-ভাইরাস সফ্টওয়্যার নিষিদ্ধ করবে যুক্তরাষ্ট্র
2024-06-21 19:02:41

জুন ২১: বিদেশি সংবাদ মাধ্যমের খবর অনুসারে, মার্কিন বাণিজ্য বিভাগ গতকাল বৃহস্পতিবার ঘোষণা করেছে যে, রাশিয়ান নেটওয়ার্ক নিরাপত্তা সংস্থা ক্যাসপারস্কির অ্যান্টি-ভাইরাস সফ্টওয়্যারটি মার্কিন বাজারে বিক্রি নিষিদ্ধ করবে।

বিবিসি, রয়টার্স ও অন্যান্য বিদেশি মিডিয়ার প্রতিবেদন অনুসারে, ক্যাসপারস্কি সফ্টওয়্যার পণ্যটি বিক্রির উপর মার্কিন বাণিজ্য বিভাগের নিষেধাজ্ঞা ২৯ সেপ্টেম্বর কার্যকর করা হবে। কার্যকর হওয়ার পরে, কোম্পানির সফ্টওয়ার পণ্যের পাশাপাশি সফ্টওয়্যার আপগ্রেডের সময় পুনর্বিক্রয় এবং পণ্য লাইসেন্সিংও নিষিদ্ধ করা হবে। প্রাসঙ্গিক নিয়ম লঙ্ঘন করলে খুচরা বিক্রেতাদেরও জরিমানা দিতে হবে।

রয়টার্স মার্কিন বাণিজ্যমন্ত্রী রাইমন্ডোকে উদ্ধৃত করে জানায় যে, রাশিয়া আমেরিকানদের ব্যক্তিগত তথ্য সংগ্রহ এবং অস্ত্র তৈরির জন্য ক্যাসপারস্কির মতো সংস্থাগুলিকে ব্যবহার করার ক্ষমতা ও অভিপ্রায় প্রদর্শন করেছে, "তাই এ ব্যবস্থা নিতে হচ্ছে।"

 ক্যাসপারস্কি এক বিবৃতিতে বলেছে যে, মার্কিন বাণিজ্য মন্ত্রণালয় ক্যাসপারস্কির পণ্য ও পরিষেবার বিশ্বাসযোগ্যতা মূল্যায়নের পরিবর্তে, বর্তমান ভূ-রাজনৈতিক পরিস্থিতি এবং তাত্ত্বিক উদ্বেগের ভিত্তিতে এ সিদ্ধান্ত নিয়েছে।

  (স্বর্ণা/তৌহিদ/লিলি)