‘শাংহাই সহযোগিতা সংস্থার জাতীয় সভ্যতার সংলাপ-২০২৪’ কাজাখস্তানে অনুষ্ঠিত
2024-06-21 15:55:49

জুন ২১: ‘শাংহাই সহযোগিতা সংস্থার জাতীয় সভ্যতার সংলাপ-২০২৪’ গতকাল (বৃহস্পতিবার) কাজাখস্তানের রাজধানী আস্তানায় অনুষ্ঠিত হয়েছে।

শাংহাই সহযোগিতা সংস্থার আটটি সদস্য রাষ্ট্রের ১৩০ জনেরও বেশি প্রতিনিধি এতে অংশ নিয়েছেন এবং অতিথিরা ‘শাংহাই সহযোগিতা সংস্থার দেশগুলোর সভ্যতার মধ্যে সংলাপ ও সহযোগিতার সেতু নির্মাণ এবং মানুষের উন্নয়ন ও অগ্রগতির প্রচার’ এই থিমের আলোকে গভীরভাবে আলোচনা করেছেন।

 

শাংহাই সহযোগিতা সংস্থার উপ মহাসচিব সোহাইল খান বলেন, শাংহাই সহযোগিতা সংস্থা সবসময়ই সব দেশের মানুষের মধ্যে পারস্পরিক বোঝাপড়া বৃদ্ধি, সংস্কৃতি ও সভ্যতার অর্থ বিকাশ ও সমৃদ্ধ করা এবং লোক ঐতিহ্যের উত্তরাধিকারে প্রতিশ্রুতিবদ্ধ। শাংহাই সহযোগিতা সংস্থার দেশগুলোর সহযোগিতার একটি ক্ষেত্র হিসেবে গণ-কূটনীতি হল একটি সেতু, যা বিভিন্ন দেশের জনগণের পরস্পরের সভ্যতা, ইতিহাস, ঐতিহ্য ও ধারণা সম্পর্কে পারস্পরিক বোঝাপড়া গভীর করে এবং বিভিন্ন দেশের মধ্যে সম্পর্কে আন্তরিক সুবিধা দেয়।

এবারের সংলাপে থিংক ট্যাংক, সাংস্কৃতিক ঐতিহ্য ও সুরক্ষা এবং যুবসমাজ-সহ তিনটি শাখা ফোরামও আয়োজন করা হয়।

সংলাপে অতিথিদের মধ্যে যারা বক্তৃতা দিয়েছেন, তারা এই মর্মে সম্মত হন যে, ‘শাংহাই সহযোগিতা সংস্থার জাতীয় সভ্যতার সংলাপ-২০২৪’ সদস্য দেশগুলোর সভ্যতার মধ্যে বিনিময়ের একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম গঠন করেছে; শাংহাই সহযোগিতা সংস্থার সদস্য দেশগুলোর একসাথে কাজ করার জন্য ভাল সুযোগ তৈরি করেছে এবং পাশাপাশি বৈশ্বিক সভ্যতার উদ্যোগ বাস্তবায়নও এগিয়ে নিয়েছে।

লিলি/তৌহিদ/স্বর্ণা