ইসরায়েলের হুমকিতে ভীত নয় লেবাননের হিজবুল্লাহ
2024-06-20 17:09:54

জুন ২০: লেবাননের হিজবুল্লাহ গোষ্ঠীর প্রধান হাসান নাসরাল্লাহ বলেছেন, তারা ইসরায়েলের হুমকিতে ভীত নয় এবং কঠিন পরিস্থিতি মোকাবিলা করতে প্রস্তুত। গতকাল (বুধবার) হিজবুল্লাহের কমান্ডার তালিব আবদুল্লাহ’র স্মরণে এক টিভি বক্তৃতায় তিনি এ কথা বলেন।

বক্তৃতায় নাসরাল্লাহ বলেন, ইসরায়েলের সঙ্গে যুদ্ধ শুরু হলে হিজবুল্লাহ ‘সীমাবদ্ধতা ছাড়া’ যুদ্ধ করবে, আর ‘হিজবুল্লাহ’র ক্ষেপণাস্ত্র ও রকেট ইসরায়েলের ব্যাপক ক্ষতি করতে পারে।’

সম্প্রতি ইসরায়েল ও লেবাননের পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে। ৬ জুন ইসরায়েল হিজবুল্লাহের বিরুদ্ধে ব্যাপক আক্রমণ করার প্রস্তুতি নেয়। ১১ জুন হিজবুল্লাহ’র উচ্চ পর্যায়ের কামান্ডার তালিব আবদুল্লাহ ইসরায়েলের বিমান হামলায় নিহত হয়। পরে হিজবুল্লাহ ইসরায়েলে ব্যাপক রকেট হামলা চালিয়েছে।

(তুহিনা/তৌহিদ/স্বর্ণা)