মালয়েশিয়ার পূর্ব উপকূল চীনা রেলওয়ে প্রকল্পের গোমবাক স্টেশন নির্মাণের উদ্বোধন করেছেন দু’দেশের প্রধানমন্ত্রী
2024-06-20 11:21:24

জুন ২০: মালয়েশিয়া সফররত চীনা প্রধানমন্ত্রী লি ছিয়াং ও সেদেশের প্রধানমন্ত্রী দাতো সেরি আনোয়ার বিন ইব্রাহিম  গতকাল (বুধবার) যৌথভাবে পূর্ব উপকূল রেলপথ প্রকল্পের গোমবাক স্টেশন নির্মাণের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হন।

পূর্ব উপকূল রেলপথ উত্তরে কোটা ভারু থেকে শুরু হয়ে দক্ষিণে কুয়ান্তান পর্যন্ত গিয়েছে তারপর পশ্চিমে পোর্ট ক্লাং পর্যন্ত মোড় নিয়েছে, যার মোট দৈর্ঘ্য ৬৬৫ কিলোমিটার। এটি হলো দু’দেশের উচ্চ মানের ‘বেল্ট অ্যান্ড রোড’ উদ্যোগের আওতায় ফ্ল্যাগশিপ প্রকল্প এবং বর্তমানে বিদেশে চীনা প্রতিষ্ঠানের গৃহীত বৃহত্তম একক পরিবহন অবকাঠামো প্রকল্প।

উদ্বোধনী অনুষ্ঠানে চীনের প্রধানমন্ত্রী বলেন, রেলপথটি শুধু মালয়েশিয়ার একটি প্রধান পরিবহন রেলপথই নয়, বরং এটি উন্নয়ন বেগবান, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং জনগণের জীবনযাত্রার মান উন্নীতকরণের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তিনি বলেন,চীন সক্রিয়ভাবে মালয়েশিয়ার সঙ্গে পূর্ব উপকূল রেলওয়ে এবং চীন-লাওস ও চীন-থাইল্যান্ড রেলওয়ের মধ্যে সংযোগ করার জন্য গবেষণা এবং নতুন আন্তর্জাতিক স্থল ও সমুদ্র বাণিজ্য চ্যানেল নির্মাণকে দ্রুততর করতে ইচ্ছুক।

আনোয়ার বলেন, রেলপথটি পূর্ব মালয়েশিয়ার পূর্ব ও পশ্চিম উপকূলকে সংযুক্ত করবে। এটি দেশটির অর্থনীতি ও সমাজ উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তিনি উল্লেখ করেন। তিনি চীনা প্রতিষ্ঠানকে মালয়েশিয়ার প্রতিষ্ঠানের সঙ্গে সহযোগিতা চালিয়ে এ প্রকল্প নির্মাণ করার জন্য ধন্যবাদ জানান। তিনি বিশ্বাস করেন, দু’দেশের যৌথ প্রচেষ্টায় চীনা গতি ও অগ্রসর প্রযুক্তি দিয়ে মালয়েশিয়া ও আঞ্চলিক দেশগুলোর উন্নয়নে শক্তিশালী অনুপ্রেরণা সৃষ্টি হবে।  (ছাই/শান্তা)